সমীরণ পাল, শিবাশিস মৌলিক, উজ্জ্বল মুখোপাধ্যায়: পঞ্চায়েত নির্বাচনে অবাধ ব্যালট লুঠ চোখে পড়েছে। পুকুরের জলেও ভাসতে দেখা গিয়েছে ব্যালট বাক্স, তার দায় এবার বিরোধীদের কাঁধেই চাপালেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। তাঁর দাবি, বিজেপি-সিপিএম-কংগ্রেস ব্যালট বাক্সের মতো টিনের বাক্স তৈরি করেছে। তার পর নকল ব্যালট ছাপিয়ে, বাক্সে ভরে পুকুরে-রাস্তায় ফেলছে এবং পুলিশকে জানিয়েছে। (Panchayat Elections 2023)


পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক অশান্তির পর সোমবার এভাবেই বিরোধীদের দিকে আঙুল তুললেন জ্যোতিপ্রিয়। তিনি বলেন, "আমার  মনে হয়েছে, বিজেপির কিছু নেতারা, কিছু সিপিএমের নেতারা, কিছু কংগ্রেসের নেতারা, টিনের বাক্স তৈরি করে... মানে আমার মনে হচ্ছে কিছু ব্যালটের নকল ছাপিয়ে, তারাই জলে ফেলে গিয়েছে।"


জ্যোতিপ্রিয় আরও বলেন, "ব্যালট পাচ্ছে জলে, আর বাক্স পাচ্ছে জলে। এই ব্যালট তৈরি হয়নি কোথাও? আর এই বাক্স তৈরি হয়নি তো? এটা ভাই আমার কাছে একটা রহস্য তৈরি হচ্ছে। পুকুরে ফেলেছে, জলে ফেলেছে, রাস্তায় ফেলেছে। আমার মনে হচ্ছে, আমি দলের কথা বলছি না, আমার দৃষ্টিভঙ্গি। কয়েকটা জায়গা দেখে আমার মনে হয়েছে, যে তারাই জলে ফেলে দিয়ে সেগুলিকে এখন ওরাই গিয়ে দেখাচ্ছে, পলিশকে চিহ্নিত করে দিচ্ছে, বলছে ওই জায়গাটা দেখো। নির্দিষ্ট করে ওই পুকুরটাই দেখাচ্ছে, মানে দশটা পুকুর আছে, ওই পুকুরটাই দেখাচ্ছে।"


আরও পড়ুন: Dengue Death: বাড়ছে ডেঙ্গি উদ্বেগ, বারাসাত পুর এলাকায় ফের মৃত্যু ২ জনের


ডালখোলা থেকে উলুবেড়িয়া, নাকাশিপাড়া থেকে জয়নগর, পঞ্চায়েত ভোট মিটে যাওয়ার পরও, কোথাও পুকুর থেকে মিলেছে ব্যালট পেপার, তো কোথাও আস্ত ব্যালট বাক্স, এমনকি গণনাকেন্দ্রের বাইরে, ভোট পড়ে যাওয়া ব্যালট পেপার উদ্ধারের ঘটনায়, একাধিক মামলা হয়েছে হাইকোর্টে। বিচারপতিদের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে একাধিক বিডিও-কে।

আর এই প্রেক্ষাপটেই, পুকুরে ব্যালট ও ব্যালট বক্ত উদ্ধার প্রসঙ্গে আজব তত্ত্ব খাড়া করলেন জ্যোতিপ্রিয়। এর পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছে বিরোধীরাও। সিপিএম, কংগ্রেসের পাল্টা প্রশ্ন, পুলিশ কী করছে? যে ব্যালট খাওয়া হয়েছে, সেটিও কি নকল? প্রশ্ন বিজেপি-রও। সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "কে জ্যোতিপ্রিয় মল্লিক, যাঁর মেয়ে টিউশন করে চার কোটি টাকা পায়? আর ব্যালট নিয়ে আপনারা এতদিন কেন তদন্ত করেননি? এক মাস হয়ে গেল! কেন গ্রেফতার করেননি পুলিশমন্ত্রী?"


কংগ্রেসের রাজ্যসভা সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, "এতই যদি আমাদের ক্ষমতাই থাকে, তাহলে ওঁরা করছিলেন কী? নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন? সমস্ত জালিয়াতি করার পর, এরপর উল্টোপাল্টা কথা বলার পর জাস্টিফায়েড করার মানে আছে? একটা সিস্টেমের মধ্যে দিয়ে এই জালিয়াতি করেছে, সেই সিস্টেমের অংশীদার ওদের দলের অনেক মানুষই আছে, তারা জানেন কী করেছেন।" জ্য়োতিপ্রিয়কে কটাক্ষ করেছেন বিজেপি নেতা সজল ঘোষ।

এখনও পর্যন্ত পুকুর থেকে ব্যালট পেপার ও ব্যালট বাক্স উদ্ধারের ঘটনায়, তৃণমূলের দিকেই আঙুল তুলে এসেছে বিরোধীরা। এবার পাল্টা আঙুল তুলে, বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন জ্যোতিপ্রিয়।