কলকাতা: নিয়োগের দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি (SSC Case)। সেই আবহে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী তথা বরাহনগরের তৃণমূল (TMC) বিধায়ক তাপস রায় (Tapas Roy)। জানালেন, প্রয়োজনে দরিদ্র মানুষকে বাঁচানোর জন্য চাকরি দেবেন তিনি। কিন্তু তার বিনিময়ে কিছু নেবেন না। কোনও কিছুর বিনিময়ে যাঁরা চাকরি দেন, চাকরি বিক্রি করেন, তাঁদের তিনি ঘৃণা করেন বলেও জানালেন তাপস।


পার্থ সম্পর্কে আগে ক্ষোভ উগরে দিয়েছিলেন তাপস


স্কুলে নিয়োগে এখনও পর্যন্ত কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ উঠে এসেছে। তাতে নাম জড়িয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে তৃণমূলের তাবড় নেতাদের। পার্থ সম্পর্কে আগে ক্ষোভ উগরে দিয়েছিলেন তাপস। একবার ফের দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন তিনি। বললেন, "টাকার বিনিময়ে যাঁরা চাকরি দেন, আমি এবং আমরা তাঁদের ঘৃণা করি। সুয়োগ পেলে গরিব মানুষকে চাকরি দেব। তাঁদের পরিবারকে বাঁচানোর জন্য চাকরি দেওয়া যায়। কিন্তু কোনও কিছুর বিনিময়ে নয়।"


বুধবার উত্তর ২৪ পরগনায় জেলা রিষদের সামনে তৃণমূলের ধিক্কার সমাবেশ ছিল। সেখানেই নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুললেন তাপস। তিনি বলেন, "সুযোগ পেলে গরিব মানুষকে পরিবার বাঁচানোর জন্য চাকরি দেব। আমাদের কর্মীদের চাকরি দেব। কোনও কিছুর বিনিময়ে নয়। বিনিময়ে যারা চাকরি দেয়, চাকরি বিক্রি করে, আমি, আমরা তাদের ঘৃণা করি।"


আরও পড়ুন: Mid Day Meal: মিড ডে মিল-এ বরাদ্দের থেকেও কম তেলে রান্না, ডাল-ভাতেও কাটছাঁট! রিপোর্টে চাঞ্চল্যকর দাবি


এর আগে পার্থকে নিয়ে মুখ খুলেছিলেন তাপস। পার্থকে নিয়ে সেবার সরাসরি অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। সারাজীবন পার্থ অন্যায় করে এসেছেন বলে অভিযোগ তুলেছিলেন। পার্থর হাতে অন্যের ক্ষতিও হয়েছে বলে দাবি করেছিলেন তাপস। এমনকি ফিরহাদ হাকিমও জানিয়েছিলেন যে, পার্থকে চিনতে পারেননি তিনি। তাপস ফের তারই পুনরাবৃত্তি করলেন।


পুলিশের সমালোচনা করাও ছাড়লেন না তাপস


বরাহনগররে বিধায়ক তাপস, বামেদের উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ অভিযানের বিরুদ্ধে তৃণমূলের ধিক্কার সভায় ছিলেন। সেখানে পুলিশের দিকেই আঙুল তোলেন তিনি। অভিযান ঠেকাতে গিয়ে পুলিশ যদি আহত হয়, তাহলে তারা কেমন পুলিশ, কটাক্ষ ছুড়ে দেন তাপস।  তিনি বলেন, "আমি যখন শুনলাম কারও মুখে যে, ১০ জন পুলিশ আহত, আমার জানতে ইচ্ছে করে, কোন ধরনের পুলিশ এরা? কোন ধরনের পুলিশ, ১০ জন আহত? তবে এটা বলে দিলাম যে, এর পর আমাদের ছাত্র-যুবরা তৈরি থাকবে।"