সমীরণ পাল, কামারহাটি: সকাল থেকেই উত্তপ্ত ছিল পরিবেশ। কামারহাটিতে সকাল থেকেই ভোট সন্ত্রাসের অভিযোগ উঠেছিল। এবার সিপিএম-তৃণমূল সংঘর্ষে আহত হলেন পুলিশ কর্মী। কামারহাটির ৬ নম্বর ওয়ার্ডে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। আহত কামারহাটি ফাঁড়ির এসআই জয়ন্ত বিশ্বাস। পায়ে গুরুতর আঘাত লাগে এসআই জয়ন্ত বিশ্বাসের। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ''বোমায় নয়, অন্য কোনও ভাবে আঘাত লেগেছে এসআইয়ের।''



শনিবার থেকে উত্তপ্ত ছিল কামারহাটি। উঠেছিল বোমাবাজির অভিযোগ। ২৫ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী অদ্রি রায়ের বাড়ির সামনে বোমাবাজি হয়।  যাকে কেন্দ্র করে তৃণমূল ও বাম, দু’দলের দুই প্রার্থীর মধ্যে তরজা তুঙ্গে  ওঠে। রবিবার ভোটগ্রহণের আগে ফের একবার উত্তপ্ত হয়ে ওঠে কামারহাটির পরিস্থিতি । পুরভোটের আগের রাতে রণক্ষেত্রের চেহারা নেয় কামারহাটির ২৯ নম্বর ওয়ার্ড। দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ। তার জেরে বাঁশ নিয়ে একে অন্যের ওপর চড়াও হয় বলে অভিযোগ। র‍্যাফ ও পুলিশ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়


পুরভোটের দিনটাও শান্তিপূর্ণ গেল না। কামারহাটির ২৯ নম্বর ওয়ার্ডের উত্তর বাসুদেবপুরে দুষ্কৃতী তাণ্ডব, বোমাবাজির অভিযোগ ওঠে। স্থানীয়রা তাড়া করায় বাইক ফেলে পালায় দুষ্কৃতীরা। বাইক, গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। একের পর এক মোটরবাইক, গাড়ি ভাঙচুর! বোমাবাজি। পুরভোটকে কেন্দ্র করে দফায় দফায় রবিবার উত্তপ্ত হয়ে উঠল, উত্তর চব্বিশ পরগনার কামারহাটি।  ভোটের মাঝবেলায় রণক্ষেত্রের চেহারা নেয় ২৯ নম্বর ওয়ার্ডের উত্তর বাসুদেবপুর।


স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, শনিবার রাত থেকেই তৃণমূল প্রার্থী অনুগামী এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল। এদিন সকালে তাঁদের সঙ্গে আসা দুষ্কতীরা বোমাবাজি করে বলে অভিযোগ। বেশ কয়েকটি গাড়ি ও মোটরবাইকে করে দুষ্কৃতীরা এসেছিল বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, এলাকাবাসীরা তাড়া করলে মোটরবাইক ও গাড়ি ফেলেই পালায় তারা। বেশ কয়েকটি গাড়ি ও মোটরবাইকে করে দুষ্কৃতীরা এসেছিল বলে অভিযোগ।