কলকাতা: ‘রাজ্যে আজ কোথাও কোনও বড় ঘটনা ঘটেনি। জোর দিয়ে বলছি রাজ্যে সুস্থ এবং শান্তিপূর্ণ ভোট হয়েছে। রবিবার (Sunday) ১০৮ পুরসভার (Municipality) ভোট শেষে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন পুলিশের ডিজিপির (DGP)। এ দিন তিনি বলেন, ‘রাজ্যে ১০৮টি পুরসভার ভোটে ৭৭ শতাংশ ভোট পড়েছে। ‘কোনও অভিযোগ পাওয়া মাত্রই পদক্ষেপ নেওয়া হয়েছে, দিনভর আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছিল নির্বাচন কমিশন। সামান্য উত্তেজনার খবর পাওয়া মাত্রই পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দিয়েছে।


ডিজিপির কথায়, ‘রাজ্যে (West Bengal Government) আজ শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। রাজ্যে কোথাও গুলিবিদ্ধ হয়ে কেউ হাসপাতালে ভর্তি হয়নি। ছোটখাট ঘটনা ঘটতেই পারে, কিন্তু ভোট ভালভাবে হয়েছে । বাইরে থেকে পুলিশ আনার সময়েও যা ভোটের হার, এবারও তাই ।’


আরও পড়ুন: WB Muncipal Election 2022: একেবারে উলটপুরাণ! কাটোয়ায় চা-চক্রে খোশমেজাজে তৃণমূল, সিপিএম প্রার্থী


আজ রাজ্যে ১০৮ পুরসভায় ভোট হয়েছে। দিনভর একাধিক জায়গায় উত্তেজনার ছবি দেখিয়েছে এবিপি আনন্দ। কোথাও ছাপ্পা ভোটের অভিযোগ, কোথাও বহিরাগতের প্রবেশ। কোথাও আবার মহিলা প্রার্থীর শ্লীলতাহানি। সবমিলিয়ে দিনভর ঘটনার ঘনঘটার মধ্যেই শেষ হল পুরভোট। ভোট শেষে  রাজ্য নির্বাচন কমিশনের দাবি ‘রাজ্যে ১০৮ পুরভোটে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে । ১ হাজার অভিযোগ জমা পড়েছে। অশান্তির আশঙ্কায় ৭৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে । নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ৪৭ জন গ্রেফতার হয়েছে । অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হয়েছে । ’


উল্লেখ্য, গণতন্ত্রের উৎসবে আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভই! পুরভোটের (Municipal Election 2022) খবর সংগ্রহ করতে গিয়ে, মার খেলেন এবিপি আনন্দ সহ ৩টি সংবাদমাধ্যমের ৯ জন প্রতিনিধি। তালিকায় রয়েছেন অন্যান্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও। 


প্রসঙ্গত, আগামিকালের বনধ প্রসঙ্গে ডিজিপি জানিয়েছেন, কাল ‘আগামিকাল সমস্ত সরকারি-বেসরকারি অফিস, পরিবহণ সচল থাকবে, কেউ জোর করলে পদক্ষেপ করবে পুলিশ,’