কলকাতা: সংক্রমণ (COVID Cases) বেড়ে চলেছে হু হু করে। তার মধ্যেই রাজ্যের বকেয়া চার পুরসভায় নির্বাচন (WB Municipal Polls) হতে চলেছে। তার জন্য এ বার কড়া বিধিনিষেধ বেঁধে দিল রাজ্য নির্বাচন কমিশন (Election Commission)। বাড়ি বাড়ি প্রচারে সর্বাধিক পাঁচ জনকে অনুমতি দেওয়া হয়েছে। খোলামাঠে প্রচারসভায় (Election Campaign) ৫০০-র বেশি জনসমাগম করা যাবে না বলেও জানিয়ে দিয়েছে কমিশন।


করোনা আবহে ভোট পিছনোর দাবি উঠলেও, সোমবার কমিশন জানিয়েছেন, পূর্ব নির্ধারিত ২২ জানুয়ারিই বকেয়া চার পুরসভায় নির্বাচন হবে। তবে তার জন্য কড়া বিধিনিষেধ মেনে চলতে হবে। এ দিন কমিশনের তরফে যে নির্দেশিকা প্রকাশ করা হয়, তাতে পদযাত্রা, পথসভা, সাইকেল এবং বাইক মিছিল একেবারে নিষিদ্ধ করা হয়েছে।


বাড়ি বাড়ি প্রচারেও লাগাম টেনেছে কমিশন। সর্বাধিক প্রার্থী, সহযোগী মিলিয়ে সর্বাধিক পাঁচ জনকে বাড়ি বাড়ি প্রচারে যাওয়ায় অনুমতি দেওয়া হয়েছে। প্রচারের সময়সীমাও কমানো হয়েছে। ভোটগ্রহণের ৭২ ঘণ্টা আগে সব ধরনের প্রচার বন্ধ করতে হবে রাজনৈতিক দলগুলিকে।


আরও পড়ুন: Mumbai : ফের ঊধর্বমুখী সংক্রমণ, ৩১ জানুয়ারি পর্যন্ত প্রথম-নবম শ্রেণির অফলাইন ক্লাস বন্ধ মুম্বইয়ে


এর আগে, বিধানসভা নির্বাচনে বিধিনিষেধের ধার ধারতে দেখা যায়নি কাউকে। চার জেরে সংক্রমণও বেড়েছিল হু হু করে। তা আটকাতে এ বার রাজনৈতিক সভাতেও ৫০০ জনের জনসমাগম বেঁধে দিয়েছে কমিশন। সভা করতে হবে খোলা মাঠে। সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা,মাস্ক পরা বাধ্যতামূলক।


এ ছাড়াও কমিশন ভোটগ্রহণের কাজে নিযুক্ত লোকজনের টিকাকরণও বাধ্যতামূলক করেছে কমিশন। টিকাকরণ সম্পূর্ণ না হলেও, অন্তত একটি করে টিকা হয়ে যাওয়া বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। এই তালিকায় রয়েছেন, প্রার্থী, পোলিং এজেন্ট, কাউন্টিং এজেন্টরা।  প্রত্যেক পুরসভার জন্য এক জন করে নোডাল হেলথ অফিসার নিয়োগ করতে হবে বলেও নির্দেশ দিয়েছে কমিশন।