মুম্বই : সবে একটু একটু করে স্বাভাবিক হচ্ছিল পরিস্থিতি। ফের স্কুলের পঠন-পাঠনে থাবা করোনার। সংক্রমণ বাড়তে থাকায় আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ক্লাস ওয়ান থেকে নাইন পর্যন্ত অফলাইন ক্লাস বন্ধ থাকবে মুম্বইয়ে। আজ এমনই নির্দেশিকা জারি করল বৃহন্মুম্বই পুরনিগম। তবে, ক্লাস টেন ও টুয়েলভের ছাত্র-ছাত্রীদের স্কুলেই আসতে হবে।
গতকালই শুধু মুম্বইয়ে ৮ হাজার ৬৩ জন করোনায় সংক্রমিত হন। যদিও পুরনিগমের তরফে জানানো হয়, আক্রান্তদের মধ্যে ৮৯ শতাংশই উপসর্গহীন। তাছাড়া হাসপাতালে ৯০ শতাংশ বেডই ফাঁকা আছে। এই মুহূর্তে শহরে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৮১৯।
আরও পড়ুন ; দ্রুত বাড়ছে পজিটিভিটি রেট, 'রেড অ্যালার্ট' জারি হতে পারে দিল্লিতে
প্রসঙ্গত, করোনা সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে আসায় গত ১৫ ডিসেম্বর মহারাষ্ট্রের এই রাজধানী শহরে খুলে গিয়েছিল স্কুল। যদিও ফের নতুন করে মাথাচাড়া দিচ্ছে সংক্রমণের হার। রবিবার রাজ্যে ১১ হাজার ৮৭৭ জন করোনা সংক্রমিত হন। যা গত শনিবারের তুলনায় ২৯ শতাংশ বেশি। এমনকী মুম্বইয়েও শনিবারের তুলনায় রবিবার সংক্রমণ বৃদ্ধি পায় প্রায় ২৭ শতাংশ।
গতকাল মহারাষ্ট্রে নতুন করে ৫০ জন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের খোঁজ মেলে । এর মধ্যে অধিকাংশ কেসই পুণের। সেখানে নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হন ৩৮ জন। এর সাথে সাথে রাজ্যে নতুন ভ্যারিয়েন্টে সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১০। এর মধ্যে শুধু মুম্বইয়েই ৩২৮ জন।
এদিকে রাজধানী দিল্লিতেও ক্রমাগত বেড়ে চলেছে করোনা ভাইরাস দাপট। সোমবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেছেন যে, গত দুই দিনে প্রবলহারে বেড়েছে করোনা। কোভিড আক্রান্তের মধ্যে ৮৪ শতাংশ ক্ষেত্রে ওমিক্রনের উপস্থিতি পাওয়া যাচ্ছে। সোমবারও প্রায় ৪ হাজারের বেশিও করোনা আক্রান্ত হতে পারে দিল্লিতে। পজিটিভিটি রেটও প্রায় ৬.৫ শতাংশ হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্য মন্ত্রী বলেন, বর্তমানে ২০২ জন রোগী ভর্তি রয়েছেন দিল্লির হাসপাতালে। দিল্লি গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে। পজিটিভিটি রেটও বাড়ছে পাল্লা দিয়ে। ইতিমধ্যেই দিল্লি সরকার শহরে একটি হলুদ সতর্কতা জারি করেছে। নাইট কারফু, স্কুল, কলেজ, জিম এবং সিনেমা হল বন্ধ করা হয়েছে।
আম আদমি পার্টির নেতৃত্বাধীন দিল্লি সরকার ঘোষণা করেছে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (GRAP) এর অধীনে, যদি কোভিড পজিটিভিটির হার পাঁচ শতাংশ চিহ্ন অতিক্রম করে এবং পরপর দুই দিন এর উপরে থাকে, তাহলে 'রেড' সতর্কতার অধীনে রাখা হবে দিল্লিকে।