কলকাতা: উত্তর (North Bengal) থেকে দক্ষিণবঙ্গ (South Bengal), রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। পুরভোট (WB Municipal Ekection 2022) শুরু হতেই দিকে দিকে বিক্ষিপ্ত অশান্তির ছবি। কোথাও বাইক বাহিনী ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ। কোথাও আবার বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগ। সবক্ষেত্রে অভিযোগের আঙুল তৃণমূলের দিকে।
বহিরাগতদের বুথ জ্যামে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে টিটাগড়ের ১ নম্বর ওয়ার্ডে উত্তেজনা। সিপিএম প্রার্থী অরুণ সিংকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের। চাকদা পুরসভার অধিকাংশ ওয়ার্ডেই বিরোধী এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বহিরাগতদের দিয়ে ভোট করানো হচ্ছে বলে অভিযোগ। প্রতিক্রিয়া মেলেনি শাসকদলের।
কালনা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে কালনা অম্বিকা প্রাথমিক বিদ্যালয়ে ভোটদানে বাধা, মহিলাদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের। কালনা পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে লাইনে দাঁড়িয়ে ভুয়ো ভোটার। হাতে ধরা ভোটার কার্ডে লেখা সোমনাথ মণ্ডল। অথচ নাম জিজ্ঞাসা করায় জানান, পরিমল মণ্ডল। ক্যামেরা দেখেই ভোটার কার্ড ছিনতাই করে সটান বুথে ঢুকে যান তৃণমূলের এজেন্ট। পুলিশের ভূমিকা নীরব দর্শকের। কালনা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শুভদীপ হাজরাকে ভোটদানে বাধা, মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের। কালনা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে অম্বিকা মহিষমর্দিনী প্রাথমিক বিদ্যালয়ে বুথে ভুয়ো ভোটার। তাঁকে শনাক্ত করায় বিজেপি ও সিপিএম প্রার্থীকে বুথের ভিতর আটকে রাখার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ক্যামেরা দেখেই কাপড়ে মুখ ঢেকে চম্পট ভুয়ো ভোটারের।
বহরমপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কংগ্রেস এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ। সেখানে গেলে অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। উত্তর দমদম পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাবিরআটি এলাকায় নির্দল প্রার্থী প্রণব রায়কে হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশ চ্যাংদোলা করে বুথের বাইরে বের করে দেয় নির্দল প্রার্থীকে। নির্দল প্রার্থীর অভিযোগ, তৃণমূলের বুথ দখলে বাধা দেওয়াতেই এই ঘটনা। পরে নির্দল প্রার্থীকে থানায় নিয়ে যাওয়া হলে তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।
ময়নাগুড়ি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের পেটকাঠি প্রাথমিক বিদ্যালয়ের বুথ জ্যাম করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এলাকায় পুলিশের দেখা মেলেনি। ইংরেজবাজার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ বিদ্যামন্দির বুথে ছাপ্পা ভোটের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ক্যামেরায় ধরা পড়ে কেউ ভোট দিতে এলেই তাঁর পাশে দাঁড়িয়ে পড়ছেন এক ব্যক্তি। ছবি তুলতেই বুথ ছেড়ে চম্পট। ভোটকেন্দ্রেই কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে প্রচার করার অভিযোগ। জলপাইগুড়ি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে জলপাইগুড়ি হাইস্কুলের বুথ থেকে কংগ্রেস প্রার্থী নারায়ণচন্দ্র সরকারকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেয় পুলিশ। বিরোধীদের পাল্টা অভিযোগ, বুথের বাইরে বহিরাগতদের ভিড়। ওই এলাকাতেই দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার চালাচ্ছেন তৃণমূল নেতা ধরম পাসোয়ান। তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।
আরও পড়ুন: North 24 Pargana Election: খবর করতে গিয়ে প্রহৃত, উত্তর দমদমে রক্তাক্ত এবিপি আনন্দের দুই প্রতিনিধি