WB Municipal Election 2022 Live Updates: কাল বিজেপির ডাকা বনধ সমর্থনযোগ্য, জানালেন অধীর চৌধুরী
WB Municipal Corporation Election 2022 Live Updates: রাজ্যের ২০টি জেলার ১০৮টি পুরসভায় চলছে ভোটগ্রহণ। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ রাজ্যের বিভিন্ন প্রান্তে সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির ছবি।
বন্দুক দেখিয়ে বুথের ভিতরে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা। চাঞ্চল্যকর অভিযোগ তুললেন খড়গপুরের একটি বুথের প্রিসাইডিং অফিসার। জলপাইগুড়ির ১ নম্বর ওয়ার্ডের কয়েকটি বুথে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছেন আরেকজন প্রিসাইডিং অফিসার।
কাল বিজেপির ডাকা বন্ধের কারণ সমর্থনযোগ্য বলে মন্তব্য করেছেন অধীর চৌধুরী। বিজেপির বন্ধের সমালোচনায় সরব হয়েছে তৃণমূল।
তুফানগঞ্জে এক বিজেপি প্রার্থীকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও তা মানতে চায়নি শাসক দল।
''পশ্চিমবঙ্গে ডেমোক্রেসি নেই একেবারেই। পাঁচ রাজ্যে যখন শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, তখন এই রাজ্যে নানা অশান্তি আর সন্ত্রাস দেখা গিয়েছে'', দাবি রাজ্যপালের।
''অসভ্যতা করলে রাজনৈতিক মোকাবিলা হবে। নিশ্চিতভাবে প্রশাসনও রাস্তায় থাকবে। এবং বনধ কালচার আগামীকাল মানুষ দেখিয়ে দেবে যে বাংলায় বনধ কালচার নেই'', সাংবাদিক বৈঠকে জানালেন ফিরহাদ হাকিম।
মালদার ইংরেজবাজারের একটি বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
খাসতালুকে বিক্ষোভের মুখে বিরোধী নেতারা। বহরমপুরে বিক্ষোভের মুখে অধীর চৌধুরী। ভাটপাড়ায় অর্জুন সিংহকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বিজেপি নেতা সৌম্যেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান দিল তৃণমূল।
সাত জেলার দশটা পুরসভায় চোদ্দটা ইভিএম ভেঙে দেওয়া হল! অধিকাংশ ক্ষেত্রে আঙুল উঠেছে বিজেপির দিকে।
পূর্ব বর্ধমানের কালনার ১১ নম্বর ওয়ার্ডে দেদার ছাপ্পার অভিযোগ! কার্যত দর্শকের ভূমিকায় পুলিশ।
কাঁথিতে বিজেপির পথ অবরোধ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগে গাছ ফেলে অবরোধ।
কামারহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে পুলিশকে লক্ষ্য করে বোমা। আহত কামারহাটি ফাঁড়ির এসআই জয়ন্ত বিশ্বাস।
''রাজ্যে আজ কোনও বড় কোনও ঘটনা ঘটেনি। রাজ্যে ১০৮টি পুরসভার ভোটে ৭৭ শতাংশ ভোট পড়েছে। কোনও অভিযোগ পাওয়া মাত্রই পদক্ষেপ নেওয়া হয়েছে’
রাজ্যে আজ শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। কাল বিজেপির ডাকে বন্ধ ডাকা হয়েছে। সমস্ত সরকারি-বেসরকারি অফিস, পরিবহণ সচল থাকবে। কেউ জোর করলে পদক্ষেপ নেবে পুলিশ'', সাংবাদিক বৈঠকে জানালেন ডিজিপি।
পুরভোটে রাজ্যজুড়ে অশান্তির মধ্যে অন্য ছবি কাটোয়ায়। সেখানে তৃণমূল ও সিপিএম প্রার্থী একসঙ্গে চা চক্রে।
ভোট দিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। জিয়াগঞ্জ- আজিমগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদুরতলা জৈন ধর্মশালায় ২৫ নম্বর বুথে সস্ত্রীক ভোট দিতে আসেন অরিজিৎ সিং।
ভোটে সন্ত্রাসের অভিযোগে কাল বিজেপির ডাকে বাংলা বন্ধ। সকাল ৬টা থেকে কাল ১২ ঘণ্টা বাংলা বন্ধের ডাক বিজেপির।
কাঁথির ১৮ নম্বর ওয়ার্ডে ভোট লুঠের চেষ্টার অভিযোগ। বাইক বাহিনী নিয়ে ভোট লুঠের চেষ্টার অভিযোগ স্থানীয়দের।
ভোটের শেষলগ্নে ডালখোলায় উত্তেজনা। বহিরাগতদের জমায়েত সরাতে পুলিশের তাড়া, লাঠিচার্জ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট। নির্দল প্রার্থীর বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ তৃণমূলের।
খড়গপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে ট্রাফিক হাইস্কুলের বুথের বাইরে কংগ্রেস প্রার্থীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে।
ডালখোলা পুরসভার ১ নম্বর ওয়ার্ডে উত্তর মহম্মদপুর প্রাথমিক বিদ্যালয়ে বুথ দখল করে ছাপ্পা ভোটের অভিযোগে ধুন্ধুমার।
বালুরঘাটের ৩ নম্বর ওয়ার্ডে সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। বিজেপি রাজ্য সভাপতির দাবি, এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলের বাইক বাহিনী।
পুরভোটে সন্ত্রাসের অভিযোগে বিজেপির লালবাজার অভিযান।
ভোট-সন্ত্রাসের অভিযোগে বারাসাতে জেলাশাসকের অফিস ঘেরাও সিপিএমের। অফিসে ঢুকে বিক্ষোভ দেখান বাম কর্মী, সমর্থকরা।
কাঁথি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে জালাল খাঁ বার আশুতোষ শিশুশিক্ষা কেন্দ্রের ৮৮ নম্বর বুথে ইভিএম ভাঙচুর। একে অন্যের বিরুদ্ধে অভিযোগ বিজেপি ও তৃণমূলের। উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
খড়গপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে ট্রাফিক হাইস্কুলের বুথের বাইরে কংগ্রেস প্রার্থীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। একই অভিযোগ তৃণমূলের। এ নিয়ে উত্তেজনা ছড়ানোয় র্যাফ ও বিশাল পুলিশ বাহিনী এসে লাঠিচার্জ করে জমায়েত ছত্রভঙ্গ করে।
বিজেপির লালবাজার অভিযান ঘিরে ধুন্ধুমার
বালুরঘাটের ৩ নম্বর ওয়ার্ডে বিজেপির রাজ্য সভাপতির গাড়ি ঘিরে তৃণমূলের বিক্ষোভ
ভোট লুঠের অভিযোগে জলপাইগুড়িতে একসঙ্গে পথ অবরোধে বিজেপি-কংগ্রেস
দক্ষিণ দমদম পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী তানিয়া ঘোষ ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তাঁর এজেন্টের দেওয়ালে মাথা ঠুকে দেওয়া হয় বলে অভিযোগ। ছিঁড়ে দেওয়া হয় জামা। পুলিশের ভূমিকা নীরব দর্শকের, দাবি বাম প্রার্থীর।
ভাটপাড়ায় পুলিশের সঙ্গে নির্দল প্রার্থীর বচসা। ১৯ নম্বর ওয়ার্ডে ছাপ্পা ভোটের অভিযোগ নির্দল প্রার্থীর।
জঙ্গিপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে রঘুনাথগঞ্জ হাইস্কুলের ৩টি বুথে ইভিএম ভাঙচুর। জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের দাবি, ভাঙচুরের নেপথ্যে বিজেপির হাত রয়েছে। অস্বীকার গেরুয়া শিবিরের।
ডালখোলা পুরসভার ১ নম্বর ওয়ার্ডে উত্তর মহম্মদপুর প্রাথমিক বিদ্যালয়ে বুথ দখল করে ছাপ্পা ভোটের অভিযোগে ধুন্ধুমার। তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ তুলে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ কংগ্রেসের।
ভোটকেন্দ্রেই কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে প্রচার করার অভিযোগ জলপাইগুড়িতে
ভাটপাড়ায় গ্রেফতার অর্জুনের আত্মীয় সঞ্জয় সিংহ। ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সঞ্জয় গ্রেফতার। ইভিএম ভাঙচুরের হুমকি দেওয়ায় গ্রেফতার সঞ্জয়।১৯ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থীও গ্রেফতার।
বুথ জ্যামের অভিযোগকে কেন্দ্র করে নির্দল ও তৃণমূল প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে গণ্ডগোল। ধুলিয়ানের ১৪ নম্বর ওয়ার্ডে ৫১ নম্বর বুথে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রনে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। ঘটনাস্থল থেকে তাজা বোমা উদ্ধার হয়।
ছাপ্পা ভোটে দিচ্ছে দেখলে থাপ্পড় মারুন, নির্দেশ দিয়ে বিতর্কে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কান মুলে দিলে ভাল লাগবে? পাল্টা কটাক্ষ অনুব্রতর।
ভোটের অনিয়মের অভিযোগে আরামবাগ এসডিও অফিসের সামনে বিক্ষোভ। দলীয় প্রার্থীদের নিয়ে বিক্ষোভে বিজেপির ৩ বিধায়ক।
উত্তর ব্যারাকপুরে নির্দল প্রার্থী দেবাশিস দে-কে ঘুসি, চড়-থাপ্পড়। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করল পুলিশ।
বহরমপুর কৃষ্ণনাথ কলেজের সামনে তৃণমূল-বিজেপি সংঘর্ষ
জঙ্গিপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে রঘুনাথগঞ্জ হাইস্কুলের ৩টি বুথে ইভিএম ভাঙচুর
হরিণঘাটা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে রবীন্দ্রমোহন প্রাথমিক বিদ্যালয়ে ১৫৩ নম্বর বুথে ইভিএম ভাঙার অভিযোগে গ্রেফতার বিজেপি প্রার্থী সুরেশ শিকদার। তৃণমূল ছাপ্পা ভোট দেওয়ায় প্রতিবাদ, দাবি বিজেপি প্রার্থীর। পরাজয় জেনে ইভিএম ভাঙচুর, কটাক্ষ তৃণমূলের।
রিষড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ওয়েলিংটন জুটমিলে বুথের সামনেই বিজেপি প্রার্থী সঞ্জয় পাণ্ডেকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ছিঁড়ে দেওয়া হয় জামা। ঘটনাস্থলে যাওয়ায় পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের। প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের।
জঙ্গিপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের মিদ্যাপাড়ায় রাজপাড়া প্রাথমিক বিদ্যালয়ের বুথের বাইরে সিপিএম প্রার্থী জিয়াবুল শেখকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হাসপাতালে ভর্তি বাম প্রার্থী। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
গুসকরা পুরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের গুসকরা শান্তিপুর গোকুলসুন্দরী প্রাথমিক বিদ্যালয়ে বুথের সামনে বেআইনি জমায়েত
কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে বাসুদেবপুরে তৃণমূল প্রার্থীকে ঘিরে স্থানীয়দের বিক্ষোভ। বহিরাগতরা এলাকায় ঢুকছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।
চাকদা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের দুর্গানগরে নেতাজি সুভাষ বিদ্যাপীঠে বহিরাগতদের তাণ্ডব
খড়গপুরের তালবাগিচা হাইস্কুলের ৮টি বুথেই মোবাইল ফোন নিয়ে নজরদারি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের এজেন্টদের বিরুদ্ধে। ৩৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের অভিযোগ, ভোটাররা কাকে ভোট দিচ্ছেন, সেই ছবি তুলে বাইরে পাঠানো হচ্ছে। তৃণমূলের দাবি, হারবে জেনেই মিথ্যা অভিযোগ বিজেপি প্রার্থীর।
বহিরাগতদের নিয়ে বুথ দখলের চেষ্টার অভিযোগ ঘিরে ভাটপাড়ার ১৮ নম্বর ওয়ার্ডে উত্তেজনা। জগদ্দল ৯ নম্বর গলির গণেশ প্রাইমারি স্কুলের ঘটনা। অর্জুন সিং ঘটনাস্থলে যাওয়ায় তাঁকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। বিজেপির অভিযোগ, ভুয়ো ভোটারদের লাইনে দাঁড় করান তৃণমূল প্রার্থীর ছেলে। বিজেপি প্রার্থীর ছেলে তাদের সরানোর চেষ্টা করতেই দু’ পক্ষের বচসা বাধে।
উত্তর ব্যারাকপুরের ১৭ নম্বর ওয়ার্ডে ওল্ড ক্যালকাটা রোডে সৌহার্দ্য মিলন কেন্দ্রে বুথ দখলের অভিযোগ ঘিরে উত্তেজনা
ইংরেজবাজার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ বিদ্যামন্দির বুথে ছাপ্পা ভোটের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে
ইংরেজবাজার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ বিদ্যামন্দির বুথে ছাপ্পা ভোটের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে
ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ঘিরে কৃষ্ণনগর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কালীনগরে উত্তেজনা
রাজপুর-সোনারপুর পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের বোড়াল প্রাথমিক বিদ্যালয়ের সামনে বেআইনি জমায়েত।
সিপিএম এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগে দক্ষিণ দমদম পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের মতিঝিল গার্লস হাইস্কুলে উত্তেজনা
ময়নাগুড়ি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের পেটকাঠি প্রাথমিক বিদ্যালয়ের বুথ জ্যাম করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এলাকায় পুলিশের দেখা মেলেনি।
পূর্ব মেদিনীপুরে কাঁথিতে, পুরভোটের খবর সংগ্রহ করতে গিয়ে, রক্তাক্ত হলেন এবিপি আনন্দর সাংবাদিক এবং চিত্র সাংবাদিক।
বসিরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মন্দিরঘাটা প্রাথমিক বিদ্যালয়ে ইভিএম ভাঙচুরের অভিযোগে গ্রেফতার বিজেপি প্রার্থী। তৃণমূলের অভিযোগ, ভোট চলাকালীন বুথে ঢুকে তাণ্ডব চালান বহিরাগতরা। গন্ডগোল চলাকালীন বিজেপি প্রার্থী ইভিএম ভেঙে দেন বলে অভিযোগ। বিজেপির দাবি, মিথ্যা অভিযোগে ভাবে ফাঁসানো হচ্ছে
কাঁথি থেকে উত্তর দমদম, পুরভোটে খবর সংগ্রহ করতে গিয়ে দিকে দিকে আক্রান্ত এবিপি আনন্দ
কোচবিহারের ১৯ নম্বর ওয়ার্ডে আটক ভুয়ো পোলিং এজেন্ট। বুথে ঢুকে নিজেকে পোলিং এজেন্ট বলে দাবি করে বিরোধীদলের পোলিং এজেন্টদের বার করে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। পুলিশের হাতে আটক অভিযুক্ত।
বহিরাগতদের বুথ জ্যামে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে টিটাগড়ের ১ নম্বর ওয়ার্ডে উত্তেজনা। সিপিএম প্রার্থী অরুণ সিংকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের।
কান্দি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে বহিরাগত ঢোকার অভিযোগে ধুন্ধুমার। তৃণমূল প্রার্থীর সঙ্গে নির্দল প্রার্থীর অনুগামীদের হাতাহাতি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা পুলিশের।
এখনও পর্যন্ত ভোটদানের হার ১৫. ৬ শতাংশ
দক্ষিণ ২৪ পরগনার জয়নগর-মজিলপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে তৃণমূল ও কংগ্রেস প্রার্থীর মধ্যে বচসা, হাতাহাতি। দু’ পক্ষই একে অন্যের বিরুদ্ধে বহিগতদের এনে ভোট দেওয়ানোর অভিযোগ তোলে।
কালনা পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে লাইনে দাঁড়িয়ে ভুয়ো ভোটার। হাতে ধরা ভোটার কার্ডে লেখা সোমনাথ মণ্ডল।অথচ নাম জিজ্ঞাসা করায় জানান, পরিমল মণ্ডল। ক্যামেরা দেখেই ভোটার কার্ড ছিনতাই করে সটান বুথে ঢুকে যান তৃণমূলের এজেন্ট। পুলিশের ভূমিকা নীরব দর্শকের।
উত্তর দমদম পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী প্রণব রায়কে হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশ চ্যাংদোলা করে বুথের বাইরে বের করে দেয় নির্দল প্রার্থীকে। নির্দল প্রার্থীর অভিযোগ, তৃণমূলের বুথ দখলে বাধা দেওয়াতেই এই ঘটনা। তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।
কোচবিহার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে হিন্দি হাইস্কুলের বুথের সামনে বহিরাগতদের জড়ো করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।কোচবিহার ১ নম্বর ব্লকের তৃণমূল নেতা আজিজুল হক বুথেও ঢোকেন বলে বিজেপির অভিযোগ। যদিও ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষের দাবি, তৃণমূল নেতা বাজার করতে এসে ভোট দেখতে এসেছেন।
কান্দি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে বহিরাগত ঢোকার অভিযোগে ধুন্ধুমার। তৃণমূল প্রার্থীর সঙ্গে নির্দল প্রার্থীর অনুগামীদের হাতাহাতি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা পুলিশের।
জলপাইগুড়িতে ১২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী নারায়ণ চন্দ্র সরকারকে ঘাড়ধাক্কা পুলিশের। বুথ থেকে ২০০ মিটারের মধ্যে বহিরাগতদের নিয়ে ঢুকে পড়ার অভিযোগ।
খড়গপুরের তালবাগিচা হাইস্কুলের ৮টি বুথেই মোবাইল ফোন নিয়ে নজরদারি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের এজেন্টদের বিরুদ্ধে। ৩৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের অভিযোগ, ভোটাররা কাকে ভোট দিচ্ছেন, সেই ছবি তুলে বাইরে পাঠানো হচ্ছে। তৃণমূলের দাবি, হারবে জেনেই মিথ্যা অভিযোগ বিজেপি প্রার্থীর।
উত্তর ব্যারাকপুরের ২৩ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থীকে মারধরের অভিযোগ
বারাসাতে ৭ নং ওয়ার্ডে বুথে বুথে তাণ্ডব
সাতসকালে বুথে ঢুকে তাণ্ডব চালালেন বিজেপি প্রার্থী। অভিযোগ, বারাসাত পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের স্কুলের বুথে বিজেপি প্রার্থী এজেন্টকে বসতে দেওয়া হয়নি। এরপরই বিজেপি প্রার্থী আছাড় মেরে ইভিএম ভেঙে দেন। এরপরই উত্তেজনা ছড়ায়। বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
আরামবাগ পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে বসন্তপুরে বুথের বাইরে সিপিএম প্রার্থী সুশীল বাউড়িকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। স্থানীয় একজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন বাম প্রার্থী। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
উত্তর দমদমে 'আক্রান্ত' সিপিআইএম প্রার্থী
সোনারপুরের ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন
কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে বাসুদেবপুরে তৃণমূল প্রার্থী এলাকায় আসায় উত্তেজনা।
কালনা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে ভোট শুরুর আগেই বাইক বাহিনীর দাপট। ক্যামেরা দেখেই চম্পট দেয় তারা।
ভাটপাড়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ড রাউতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে উত্তেজনা। তৃণমূল ও বিজেপি প্রার্থীর সামনেই দু’ পক্ষের কর্মী, সমর্থকদের মধ্যে বচসা বাধে।
বহরমপুর পুরসভার একাধিক বুথ থেকে কংগ্রেস এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অধীর চৌধুরী নিজের গাড়িতে তুলে এজেন্টদের বুথে নিয়ে যান। কংগ্রেস সাংসদের দাবি, পুলিশের ভূমিকা নীরব দর্শকের। তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।
বোলপুরের ৯ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ
রাজপুর-সোনারপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিদ্যানিধি স্কুলে উত্তেজনা। অভিযোগ, বহিরাগতরা এসে বাম, কংগ্রেস, নির্দল এজেন্টদের মারধর করে বুথ থেকে বের করে দেয়।
ভোট শুরুর আগেই কাঁথি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি-সহ সরকারি প্রকল্পের হোর্ডিং ঘিরে বিতর্ক।প্রভাতকুমার কলেজে বুথ চত্বরে লাগানো ছিল একাধিক হোর্ডিং। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ জানান বিজেপি প্রার্থী নবীন প্রধান। পুলিশের কাছে নালিশ জানানোয় ওই হোর্ডিং সরিয়ে নেওয়া হয়।
কামারহাটি পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে উত্তেজনা। নীলগঞ্জ রোড সংলগ্ন এলাকায় উত্তেজনা। বহিরাগতদের বাইক মিছিলের ছবি। ভোট প্রক্রিয়া প্রভাবিত করা হচ্ছে, অভিযোগ বিরোধীদের।
সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ
আজ ২০ জেলার ১০৮ পুরসভায় ভোট
প্রেক্ষাপট
আজ রাজ্যের ২০টি জেলার ১০৮টি পুরসভায় ভোট (WB Municipal Elections)। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ (WB Municipal Election 2022)। মোট ওয়ার্ড ২ হাজার ২৭১টি। প্রতিটি বুথে সশস্ত্র পুলিশ ছাড়াও থাকবেন পুলিশ আধিকারিক। সুষ্ঠুভাবে ভোট করাতে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন (state election comission)। পুরভোটে ১৪ জন ডিআইজি, ৩ জন এডিজি বা আইজি পদমর্যাদার অফিসার থাকবেন ২০টি জেলায় ভোটের দায়িত্বে। মোতায়েন থাকবে ৪৪ হাজার পুলিশ কর্মী। এর সঙ্গে থাকবেন ১০ জন আইএএস, যাঁদের সিনিয়র স্পেশাল অবজার্ভার করা হয়েছে। অবজার্ভার, স্পেশাল অবজার্ভার, সিনিয়র স্পেশাল অবজার্ভার মিলিয়ে মোট ১৩৫ জন পর্যবেক্ষক থাকবেন। পুরভোটের ফল ঘোষণা ২ মার্চ।
উত্তর ২৪ পরগনা
বারাসাত
ব্যারাকপুর
ভাটপাড়া
খড়দা
কামারহাটি
বনগাঁ-সহ মোট ২৫টি পুরসভায় ভোট।
দক্ষিণ ২৪ পরগনা
ডায়মন্ডহারবার
মহেশতলা
বজবজ
রাজপুর-সোনারপুর
বারুইপুর
ও জয়নগর পুরসভায় ভোট।
তবে ইতিমধ্যেই তৃণমূলের দখলে এসেছে বজবজ।
হুগলি
১২টি পুরসভায় ২৭০ ওয়ার্ডে মোট ১ হাজার ৩৯৪টি বুথে ভোটগ্রহণ
নদিয়া
১০টি পুরসভার ১৯৭ ওয়ার্ডে ৭১৬ প্রার্থীর ভাগ্য পরীক্ষা
বীরভূম
রামপুরহাট
বোলপুর
দুবরাজপুর
সাঁইথিয়া
ও সিউড়ির মধ্যে ইতিমধ্যে সাঁইথিয়া ও সিউড়ি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছে বঙ্গের শাসক দল।
মুর্শিদাবাদ
বহরমপুর
কান্দি
মুর্শিদাবাদ
ধুলিয়ান
জঙ্গিপুর
জিয়াগঞ্জ-আজিমগঞ্জ
ও বেলডাঙা---এই ৭ পুরসভাতেও ভোটগ্রহণ।
পূর্ব মেদিনীপুর
কাঁথি
তমলুক
এগরা
পশ্চিম মেদিনীপুর
খড়গপুর
মেদিনীপুর
ঘাটাল
চন্দ্রকোণা
ক্ষীরপাই
রামজীবনপুর
ও খড়ার
বাঁকুড়া
বাঁকুড়া
সোনামুখী ও বিষ্ণুপুরে ভোট।
পুরুলিয়া
পুরুলিয়া
রঘুনাথপুর
ও ঝালদা পুরসভায় ভোট
উত্তরবঙ্গ
কোচবিহার
কোচবিহার
তুফানগঞ্জ
হলদিবাড়ি
মাথাভাঙা
ও মেখলিগঞ্জে
আলিপুরদুয়ার
আলিপুরদুয়ার
ফালাকাটা
জলপাইগুড়ি
জলপাইগুড়ি
মালবাজার
ও ময়নাগুড়ি
উত্তর দিনাজপুর
ইসলামপুর, ডালখোলা ও কালিয়াগঞ্জে
দক্ষিণ দিনাজপুর
বালুরঘাট
গঙ্গারামপুর
দার্জিলিং
দার্জিলিং পুরসভা
- - - - - - - - - Advertisement - - - - - - - - -