WB Municipal Election 2022 Live Updates: বিক্ষিপ্ত অশান্তি ছাড়া শান্তিপূর্ণ ভোট চার পুরসভায়, জানাল কমিশন
WB Municipal Corporation Election 2022 Live Updates: আজ পুরভোট বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি ও চন্দননগরে। চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটে...
দু'-একটি বিক্ষিপ্ত অশান্তি ছাড়া, শান্তিপূর্ণ ভোট হয়েছে। চার পুরসভার ভোট নিয়ে জানাল রাজ্য নির্বাচন কমিশন।
কোথাও বুথে বহিরাগত ঢোকানোর অভিযোগ। কোথাও ভোটারদের লাইন নিয়ন্ত্রণ করার চেষ্টা। কোথাও ভোটারদের চা খাইয়ে প্রভাবিত করার অভিযোগ। শিলিগুড়ির বিধায়ক, প্রাক্তন মেয়র ও প্রাক্তন মন্ত্রী - ৩ হেভিওয়েট ওয়ার্ডে সকাল থেকে দফায় দফায় ছড়াল উত্তেজনা। তুঙ্গে শাসক-বিরোধী তরজা।
বিজেপির দেওয়া ভিডিওয় আসানসোল পুরভোটে রিগিংয়ের অভিযোগ। ভোট দিতে দিল না। মানুষ এ’কথা মনে রাখবেন বলে মন্তব্য বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
মমতার নামে নির্বাচন, পুলিশ স্থানীয় নেতৃত্ব আইপ্যাক-ত্রিমূর্তির নির্বাচন। পুলিশ ভুল রিপোর্ট পাঠিয়ে মুখ্যমন্ত্রীকে বিভ্রান্ত করছে। যারা ভোটে জেতাতে চাইছেন, কোটি কোটি টাকার ডিল হয়েছে
বিধাননগর পুরসভার সব ওয়ার্ডে পুনর্নির্বাচনের দাবি তুলছে বিজেপি। ভুয়ো ভোটার, ভোটলুঠ এবং ছাপ্পাভোটের অভিযোগ গেরুয়া শিবিরের।
বিজেপির দেওয়া ভিডিওয় আসানসোল পুরভোটে রিগিংয়ের অভিযোগ। ভোট দিতে দিল না। মানুষ এ’কথা মনে রাখবেন বলে মন্তব্য বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
বিকেল ৫টা পর্যন্ত যেখানে যত ভোট পড়ল— আসানসোলে ভোট পড়ল ৭২ শতাংশ, বিধাননগরে ভোট পড়ল ৭৩ শতাংশ, চনন্দনগরে ভোট পড়ল ৭১শতাংশ, শিলিগুড়িতে ভোট পড়ল ৭১শতাংশ।
বিধাননগরের ৩৭ নম্বর ওয়ার্ডে ভুয়ো ভোটারের অভিযোগ। জিএ ব্লকে ভুয়ো ভোটার ধরতে গেলে বিজেপি প্রার্থীর সঙ্গে ধস্তাধস্তি। দাবি বিজেপি প্রার্থী প্রমিতা সাহার।
এ বার সল্টলেকের ইই ব্লকে সিপিএম প্রার্থীকে মারধরের অভিযোগ। সিপিএম প্রার্থী সুকান্তা বন্দ্যোপাধ্যায়কে মারধরের অভিযোগ। বিধাননগরের ৩২ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী সুকান্তা বন্দ্যোপাধ্যায়।
সল্টলেকের ১৩ নম্বর ওয়ার্ডে ছাপ্পা ভোটের অভিযোগে ব্যাপক উত্তেজনা। হাতিয়াড়া তৃণমূলের সঙ্গে সিপিএম ও নির্দল সমর্থকদের সংঘর্ষ।
বিকেল ৩টে পর্যন্ত আসানসোলে ভোট পড়ল -৬২ শতাংশ। বিধাননগরে ৫৯, চন্দনগরে ৫৮, শিলিগুড়িতে ৬১ শতাংশ।
আসানসোলের বরাকরে বুথের সামনে উত্তেজনা। ৬৮ নম্বর ওয়ার্ডে সত্যনারায়ণ স্কুলের সামনে বোমাবাজির অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ বিজেপির।
ভোট লুঠ, বিজেপি প্রার্থীদের উপর হামলার অভিযোগ। চন্দননগরে মহকুমা শাসকের দফতরের সামনে অবস্থানে বিজেপি।
বিধাননগরে পুরনির্বাচনের খবর করতে গিয়ে আক্রান্ত এবিপি আনন্দ। বিধাননগরের ৩২ নম্বর ওয়ার্ডের ১৮৭ এবং ১৮৮ নম্বর বুথে সকাল থেকেই বহিরাগতদের আনাগোনা এবং ছাপ্পা ভোটের খবর আসে। দুপুর ২টা নাগাদ এবিপি আনন্দের প্রতিনিধি সেখানে গিয়ে হাতেনাতে একজন ভুযো ভোটারকের ধরেও ফেলেন। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পরে আবার কয়েকজন বহিরাগতকে চিহ্নিত করার পরই প্রায় ২০-২৫জন মিলে ঘিরে ধরে এবিপি আনন্দের ক্যামেরা এবং মাইক্রোফোন কেড়ে নেওয়ার চেষ্টা হয়। ধস্তা-ধস্তির সময় হাত মুচড়ে, মুখি ঘুঁষিও মারা হয়।
পুরভোটে রক্তাক্ত আসানসোল। মাথা ফাটল বিজেপি প্রার্থীর, চলল বোমা, গুলি চলারও অভিযোগ। আসানসোলের ১২ নম্বর ওয়ার্ডের জামুড়িয়ার শ্রীপুর বয়েজ হাইস্কুলের বুথ দখলের চেষ্টা, গ্রামবাসীরা বাধা দেওয়ায় গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সিপিএম প্রার্থীকে ভয় দেখাতেই গুলি, ফেসবুক লাইভে অভিযোগ সিপিএম প্রার্থী দয়াময় বাউড়ির মেয়ের। পাল্টা সিপিএম প্রার্থীর বিরুদ্ধেই গন্ডগোল পাকানোর অভিযোগ তৃণমূলের।
আসানসোলে ফের গুলি চলার অভিযোগ। আসানসোলের ধাদকায় বুথের বাইরে গুলি চলার অভিযোগ বিজেপির। ধাদকায় বুথের বাইরে ৮ রাউন্ড গুলি চলার অভিযোগ।
আসানসোল পুরসভার ১৫ নম্বর ওয়ার্ড। বুথ দখলে বাধা দেওয়ায় বিজেপি প্রার্থী আদর্শ শর্মার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। এই ঘটনায় গ্রেফতার ৭।
বিধাননগরের ১৩ নম্বর ওয়ার্ডে হাতিয়াড়ায় বুথের সামনে বেআইনি জমায়েত। তৃণমূলের বিরুদ্ধে ভোট নিয়ন্ত্রণের অভিযোগ বিরোধীদের। ক্যামেরা দেখে দৌড় দিলেন অনেকেই। কেউ দাবি করলেন, তাঁরা ভোটার।
আসানসোলে ৬৮ নম্বর ওয়ার্ডে বোমাবাজি। বরাকরের স্কুলে বুথের সামনেই বোমাবাজির অভিযোগ। কারা বোমাবাজি করেছে তা এখনও জানাতে পারেনি পুলিশ।
বিধাননগরের ৩১ নম্বর ওয়ার্ডে দুই ছবি। দৌড়ে বেড়ালেন বিজেপি প্রার্থী। তৃণমূলের সব্যসাচী খোশমেজাজে। খেলেন কচুরি-আইসক্রিম। শুভেচ্ছা বিনিময় করলেন জয়প্রকাশের সঙ্গে।
রানিগঞ্জের বাঁকড়ায় আসানসোলের ৩৪ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী সুপ্রিয় প্রামাণিককে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এ নিয়ে পুলিশের সঙ্গে বচসা বাম প্রার্থীর। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
আসানসোলের ২১ নম্বর ওয়ার্ডের ধাদকা এলাকায় এনসি লাহিড়ি বিদ্যামন্দির। সশস্ত্র দেহরক্ষী নিয়ে বুথের ১০০ মিটারের ঢুকে পড়ার অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে। আপত্তি জানানোয় বাহিনী ছেড়ে দিয়ে বুথের ১০০ মিটারের বাইরে বসার দাবি বিজেপি নেতার।
আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলকে আটকাল পুলিশ। তাঁর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ। নির্বাচন কমিশনের নোটিস। দুপুরের দিকে, বাড়ি থেকে বেরিয়ে নিজের ওয়ার্ডের মধ্যে ঘুরছিলেন অগ্নিমিত্রা পাল। সেই সময় পুলিশের একটি গাড়ি এসে বিজেপি বিধায়কের গাড়ি আটকে দেয় পুলিশ।
বিধাননগরের ১৬ নম্বর ওয়ার্ডে বাগুইআটি এলাকায় বাগুইপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বুথে উত্তেজনা। কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ বাগুইয়ের অভিযোগ, বহিরাগতরা
এসে ভোট দিচ্ছে। এ নিয়ে তৃণমূল জয়শ্রী বাগুইয়ের সঙ্গে বচসা বাধে বিজেপি প্রার্থীর। অভিযোগ অস্বীকার তৃণমূলের
আসানসোলের ১২ নম্বর ওয়ার্ডের জামুড়িয়ার শ্রীপুর বয়েজ হাইস্কুলের বুথ দখলের চেষ্টা, গ্রামবাসীরা বাধা দেওয়ায় গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সিপিএম প্রার্থীকে ভয় দেখাতেই গুলি, ফেসবুক লাইভে অভিযোগ সিপিএম প্রার্থী দয়াময় বাউড়ির মেয়ের। পাল্টা সিপিএম প্রার্থীর বিরুদ্ধেই গন্ডগোল পাকানোর অভিযোগ তৃণমূলের।
"মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সেইজন্য কেন্দ্রীয়বাহিনী চাওয়া হয়েছিল। কিন্তু, সকাল থেকে দেখা যাচ্ছে...এত ভুয়ো ভোটার এসেছে । রিপোর্টাররা ভুয়ো ভোটার ধরছেন, কিন্তু পুলিশকে দেখা যাচ্ছে না। এজন্য আমরা বলেছিলাম, পুলিশ থাকলে ভোট হবে না। পুলিশও টিএমসি-র ক্যাডারের মতো। গন্ডগোল, মারপিট, আমাদের কর্মীদের আটকানো, ভয় দেখানো -সব চলছে। এটা শান্তিপূর্ণ ভোট নয়।" পুরভোট নিয়ে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।
শিলিগুড়ি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপ্রসাদ গার্লস হাইস্কুলে বহিরাগতদের নিয়ে উত্তেজনা। দলের ব্যাজ লাগানো এক মহিলাকে ভোট দিতে নিয়ে আসেন এক তৃণমূল কর্মী। পুলিশ তাঁকে বের করে দেয়। তৃণমূল বহিরাগতদের বুথে আনছে বলে অভিযোগ সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্যর। বুথে দাঁড়িয়েই পুলিশ আধিকারিক ও পর্যবেক্ষককে ফোন করেন তিনি। সেখানে হাজির হয়ে তৃণমূলের বিরুদ্ধে বহিরাগতদের ঢোকানের অভিযোগ জানান বিজেপি প্রার্থী নুরজাহান আনসারিও
বিধাননগরের ৩১ নম্বর ওয়ার্ডের AE ব্লকে সচিত্র পরিচয় পত্র ছাড়া এজেন্ট বসানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এ নিয়ে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে বচসা।
বিধাননগরের ৬ নম্বর ওয়ার্ডে কৈখালি এলাকায় তৃণমূল ও সিপিএম সমর্থকদের মধ্যে মারামারি। বহিরাগতদের এনে ভোট দেওয়ানো হচ্ছে, বাধা দিলে হুমকি দেওয়ার অভিযোগ সিপিএম প্রার্থী আজহারউদ্দিনের। কিছুক্ষণের রাস্তা অবরোধও হয়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ভুয়ো ভোটার আটকানোয় সিপিএম প্রার্থী অরিন্দম দাসকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বিধাননগরের ৩০ নম্বর ওয়ার্ডে AH ব্লকের ঘটনা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
আসানসোল পুরসভার ১৫ নম্বর ওয়ার্ড। বুথ দখলে বাধা দেওয়ায় বিজেপি প্রার্থী আদর্শ শর্মার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
বিধাননগরের ২৮ নম্বর ওয়ার্ডে বৃদ্ধাকে ভোট দিতে সাহায্য বৌমার। পরিচয় জানেন না শাশুড়িই। ৩১ নম্বর ওয়ার্ডে কার্ড হাতে ভোটের লাইনে দাঁড়িয়ে বাবার নাম বলতে হোঁচট
আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডে হাজি কদম রসুল স্কুলে উত্তেজনা। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ, বুথের ভিতর তাঁর স্ত্রী বিজেপি প্রার্থী চৈতালি তিওয়ারিকে মারধর করা হয়। মিথ্যা অভিযোগ, পাল্টা দাবি তৃণমূলের। এর আগে ওই বুথে বহিরাগতদের ঢোকানোর অভিযোগ তোলেন জিতেন্দ্র তিওয়ারি। এ নিয়ে বিজেপি নেতার সঙ্গে বচসা বাধে তৃণমূল কর্মীদের। উত্তেজনা ছড়ানোর অভিযোগে বিজেপি নেতাকে বুথ থেকে বের করে দেয় পুলিশ। এরপর বুথের বাইরে চেয়ারে বসে নজরদারি চালান বিজেপি নেতা।
বিধাননগরের ৩১ নম্বর ওয়ার্ডের BF ব্লকে মৌলানা আজাদ কলেজের বুথে শৌচাগারে ঢুকে পড়লেন ভুয়ো ভোটার। সুইমিং পুলে টয়লেট করতে এসেছি, দাবি ভুয়ো ভোটারের। এক পুলিশ কর্মী ওই ব্যক্তিকে ধরলেও হাত ছাড়িয়ে ছুটে পালান তিনি।
আসানসোলের বার্নপুরে ৭৯ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লিতে সিপিএমের ক্যাম্প অফিস ভাঙচুর। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা সিপিএমের বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে কটূক্তি করার অভিযোগ তৃণমূল প্রার্থী সীমা মণ্ডলের।
চন্দননগরের ২৫ নম্বর ওয়ার্ডে গোন্দলপাড়া এলাকায় উত্তেজনা। তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তোলায় বিজেপি নেতা দীপাঞ্জন গুহকে ঘিরে শাসকদলের কর্মীদের বিক্ষোভ।
শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী গৌতম দেবের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ সিপিএম ও বিজেপি প্রার্থীর। শিলিগুড়ি শহরের নবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা।
শিলিগুড়ি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে শিলিগুড়ি জগদীশচন্দ্র বিদ্যাপীঠে দফায় দফায় উত্তেজনা। বুথের বাইরে বেআইনি জমায়েত। তৃণমূলের বিরুদ্ধে বুথে বহিরাগতদের ঢোকানোর অভিযোগ বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের। লাইনে দাঁড়ানো ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। এনিয়ে পুলিশের সঙ্গে বচসা বাধে বিজেপি প্রার্থীর। শঙ্কর ঘোষকে বেরিয়ে যেতে বলে পুলিশ। বুথে ভয়ের পরিবেশ, অভিযোগ ভোটারদের।
শিলিগুড়ি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপ্রসাদ গার্লস হাইস্কুলে বহিরাগতদের নিয়ে উত্তেজনা। দলের ব্যাজ লাগানো এক মহিলাকে ভোট দিতে নিয়ে আসেন এক তৃণমূল কর্মী। পুলিশ তাঁকে বের করে দেয়। তৃণমূল বহিরাগতদের বুথে আনছে বলে অভিযোগ সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্যর। বুথে দাঁড়িয়েই পুলিশ আধিকারিক ও পর্যবেক্ষককে ফোন করেন তিনি। সেখানে হাজির হয়ে তৃণমূলের বিরুদ্ধে বহিরাগতদের ঢোকানের অভিযোগ জানান বিজেপি প্রার্থী নুরজাহান আনসারিও
বিধাননগরের ৩৭ নম্বর ওয়ার্ডে ১১ নম্বর বুথ রিজার্ভ ব্যাঙ্কের আবাসন চত্বরে বিজেপি প্রার্থী প্রমিতা সাহার সঙ্গে তৃণমূল প্রার্থীর হাতাহাতি।বুথের ভিতর বহিরাগতদের ঢোকানোর অভিযোগ তৃণমূল প্রার্থী মিনু দাস চক্রবর্তীর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার।
আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বাড়ির সামনে পুলিশি ঘেরাটোপ। সকালে বিভিন্ন এলাকায় ঘোরেন বিজেপি বিধায়ক। বাড়ি ফিরতেই নির্বাচন কমিশনের নোটিস দেয় পুলিশ। বিজেপি বিধায়কের দাবি, তাঁকে নিজের ওয়ার্ডের বাইরে বের না হওয়ার কথা বলা হয়েছে। বাইক বাহিনীকে না আটকে তাঁকে আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ বিজেপি বিধায়কের।
আসানসোলের ৮৪ নম্বর ওয়ার্ডে ভুয়ো ভোটার। ইসমাইল এলাকায় রামকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ের বেআইনি জমায়েত। পুলিশ সক্রিয় হয়। এরপর ক্যামেরা দেখে দৌড়।
‘এজেন্টদের মারধর করে বার দেওয়া হয়েছে বুথ থেকে’। আসানসোলের ৮৮ নম্বর ওয়ার্ড নিয়ে অভিযোগ বিজেপির। ক্যামেরার সামনে ২ জনই বললেন তাঁরা তৃণমূলের এজেন্ট। ধরা পড়তে দু’রকম কথা
আসানসোলের ৮৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল এজেন্ট নিয়ে সমস্যা। দুই ব্যক্তির দাবি, তাঁরা দুজনেই তৃণমূলের এজেন্ট।
বিধাননগরের ২৭ নম্বর ওয়ার্ডের চঞ্চলকুমারী বালিকা বিদ্যালয়ের বুথের লাইনে দাঁড়িয়ে ভুয়ো ভোটার। নাম জিজ্ঞাসা করায় প্রথমে জানান রঞ্জিত দাস। অথচ ভোটার স্লিপে লেখা দেবাশিস ঘোষ। প্রশ্ন করায় নিজেকে একইসঙ্গে রঞ্জিত দাস ও দেবাশিস ঘোষ বলে পরিচয় দিয়ে সেখান থেকে একরকম পালিয়েই যান ভুয়ো ভোটার। স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, ওই ব্যক্তি বুথ কোথায় জানতে চাওয়ায় তাঁরা শুধু দেখিয়ে দিয়েছেন।
বুথ চত্বরে পুলিশের গাড়িতে লাগানো তৃণমূল প্রার্থীর নামে স্টিকার। আসানসোলের ৫১ নম্বর ওয়ার্ডের ছবি। চেলিডাঙ্গা হাইস্কুলের ঘটনা। পুলিশের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
আসানসোলের ৩৩ নম্বর ওয়ার্ডে রানিগঞ্জের ৮ নম্বর বুথে উত্তেজনা। তৃণমূল প্রার্থী ও তাঁর এজেন্ট আসার আগেই সিপিএম প্রার্থীর এজেন্টকে নিয়ে মক পোল শুরু করে দেওয়ার অভিযোগ উঠল সেক্টর অফিসার ও প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। এর জেরে ভোট শুরু করতে বাধা দেন তৃণমূল প্রার্থীর এজেন্ট। মিনিট পনেরো বন্ধ থাকে ভোটগ্রহণ। সেক্টর অফিসারের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিধাননগরের ৩১ নম্বর ওয়ার্ডের ভগবতী বালিকা বিদ্যালয়ের বুথের বাইরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ । সদুত্তর দিতে না পেরে ক্যামেরা দেখেই পালালেন ওই যুবকরা। বহিরাগতদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী দেবাশিস জানা।
ভোটের আগের রাতে বিধাননগরের ২৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সাধনা ঢালির বাড়ি ভাঙচুর। দু-দুবার হামলা চালিয়ে জানলার কাচ ভাঙা হয় বলে অভিযোগ । তৃণমূলই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন বিজেপি প্রার্থী। অভিযোগ অস্বীকার করেন তৃণমূল প্রার্থী সুশোভন মণ্ডল।
সল্টলেকের বিএফ কমিউনিটি হলের বুথে ভুয়ো ভোটার ধরার দাবি বিধাননগরের ৩১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দেবাশিস জানার। এ নিয়ে উত্তেজনা। বহিরাগত বলে দাবি করে একজনকে ধাওয়া করেন বিজেপি প্রার্থী।
সকালে পুজো দিয়ে নিজেই স্কুটার চালিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছেন শিলিগুড়ি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। পথে নির্দল প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় হল। পুলিশের ভূমিকায় খুশি বিজেপি প্রার্থী।
বিধাননগরে ভোট হচ্ছে ৪১টি ওয়ার্ডে। পুলিশ সূত্রে খবর, নিরাপত্তার স্বার্থে গোটা বিধানগর পুর-এলাকাকে ৪৮টি সেক্টরে ভাগ করা হয়েছে। মোতায়েন থাকবে সাড়ে ৪ হাজার পুলিশ।
বিধাননগরের ১২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ। সিপিএম প্রার্থী রিঙ্কু রহমান দলীয় প্রতীক আঁকা টুপি পরে আটঘড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ঢোকেন। বাম প্রার্থীর টুপি খোলান অন্য রাজনৈতিক দলের এজেন্টরা।
বিধাননগরের ১২ নম্বর ওয়ার্ডে উত্তেজনা। এজেন্ট বসানো নিয়ে সিপিএম প্রার্থী রিঙ্কু রহমানের সঙ্গে নির্দল প্রার্থীর বচসা।
চন্দননগরের কৃষ্ণভামিনী নারী শিক্ষামন্দির স্কুলে বুথের ১০০ মিটারের মধ্যে বিজেপির হোর্ডিং সরাল নির্বাচন কমিশন।
ভোট শুরুর আগেই আসানসোলে অশান্তি। উত্তেজনা ছড়ানোর অভিযোগে ২০ ও ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীকে আটক করেছে আসানসোল উত্তর থানার পুলিশ। অন্যদিকে, আসানসোল দক্ষিণ থানা এলাকার ৪১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ভৃগু ঠাকুরের ঘনিষ্ঠ এক বিজেপি কর্মীকে অন্যায়ভাবে আটক করা হয়েছে বলে গেরুয়া শিবিরের দাবি।
আজ পুরভোট বিধাননগরে। গত পুর নির্বাচনে নজিরবিহীন অশান্তির পুনরাবৃত্তি ঠেকানোই এবার পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ। ভোট অবাধ ও শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে চলছে নাকাতল্লাশি, রুটমার্চ। লেকটাউন থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। গ্রেফতার ২
আজ বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর পুরসভায় ভোট। বিধাননগরের দায়িত্বে আইজি সিআইডি, বাকি ৩টিতে তিন আইপিএস। বিধাননগরে নাকা তল্লাশিতে উদ্ধার অস্ত্র।
প্রেক্ষাপট
আজ আসানসোল, শিলিগুড়ি, বিধাননগর ও চন্দননগর পুরসভায় ভোট। কড়া নিরাপত্তায় ভোটগ্রহণের ব্যবস্থা।
বিধাননগরে ভোট হচ্ছে ৪১টি ওয়ার্ডে। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম আসানসোল পুরসভায় মোট ওয়ার্ড ১০৬টি। নিরাপত্তার দায়িত্বে ৩ হাজার ১৪২ জন পুলিশ কর্মী। ৩৩ ওয়ার্ডের চন্দননগর পুরসভায় ভোট হচ্ছে ৩২টিতে। কড়া নিরাপত্তার চাদরে মোড়া উত্তরবঙ্গের গেটওয়ে শহর শিলিগুড়ি। ৪৭টি ওয়ার্ডে আজ ভোটগ্রহণ।
বিধাননগরে গত পুর নির্বাচনে (Last Municipality Election) নজিরবিহীন অশান্তির পুনরাবৃত্তি ঠেকানোই এবার পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ। ভোট অবাধ ও শান্তিপূর্ণ (Peaceful Vote) রাখার লক্ষ্যে চলে নাকাতল্লাশি, রুটমার্চ। লেকটাউন থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। গ্রেফতার ২।
লেকটাউনের (Laketown) গোলাঘাটায় নাকা তল্লাশির সময় উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি। গ্রেফতার হয়েছে ২ দুষ্কৃতী। নাকা তল্লাশি চলার সময় দুই বাইক আরোহীকে গ্রেফতার করে লেকটাউন থানার পুলিশ। ধৃত দুজনেই কাঁকুড়গাছি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে দাবি, ওই দু’জনের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
গতকাল সকাল থেকে সল্টলেকের বিভিন্ন এন্ট্রি পয়েন্টে চলে পুলিশের নাকা তল্লাশি। গাড়ি থামিয়ে পরীক্ষা করে দেখা হয়। কোথায়, কী উদ্দেশ্যে সল্টলেকে যাচ্ছেন, তা জানাতে হয় গাড়ির চালককে। এরইমধ্যে সল্টলেকের বিভিন্ন জায়গায় শুরু হয় রুটমার্চ।
বিধাননগরে ভোটের আগে অশান্তি। ২৭ নম্বর ওয়ার্ডে এক সিপিএম নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। দু’দফায় হামলা হয় বলে অভিযোগ সিপিএম নেতা তাপস মাঝির। বাড়ির জানলার কাচ ভাঙা হয়। তবে অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, ঘটনার সঙ্গে দলের কেউ জড়িত নয়।
বহিরাগত অভিযোগে এক যুবককে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়ায় আসানসোলের ৫৩ নম্বর ওয়ার্ডে। তৃণমূলের অভিযোগ, ভগৎ সিং মোড়ের কাছে দুর্গাপুরের বাসিন্দা এক যুবককে বেধড়ক মার।
শিলিগুড়িতেও পুরভোট। বিভিন্ন জায়গায় চলে নাকা তল্লাশি। প্রশাসন সূত্রে খবর, পুরভোটের দিন প্রায় ২ হাজার ৩০০ জন পুলিশ কর্মী মোতায়েন থাকবে শিলিগুড়িতে। মোট বুথের সংখ্যা ৫৯৪।
পুরভোটের প্রস্তুতি সারা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে চন্দননগর কমিশনারেট এলাকা। আজ চন্দননগরের ৩৩টি ওয়ার্ডের মধ্যে ৩২টি ওয়ার্ডে ভোট হচ্ছে। ১টি ওয়ার্ডে প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত। মোট ভোটগ্রহণকেন্দ্র ১৭৩টি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -