বালুরঘাট: পুরভোটে (WB Municipal Elections) ক্ষোভের মুখে বিজেপির (bjp) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বালুরঘাটের (balurghat) ৩ নম্বর ওয়ার্ডে সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। বিজেপি রাজ্য সভাপতির দাবি, এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলের বাইক বাহিনী। তাদের ধাওয়া করতেই তৃণমূল বিক্ষোভ দেখাতে শুরু করে। হাতাহাতির উপক্রম হয়। বিজেপি রাজ্য সভাপতিকে সরিয়ে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা।


রাজ্যের ২০টি জেলার ১০৮টি পুরসভায় আজ ভোটগ্রহণ চলছে। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট। বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। মোট ওয়ার্ড ২ হাজার ২৭১টি। প্রতিটি বুথে সশস্ত্র পুলিশ ছাড়াও থাকবেন পুলিশ আধিকারিক। সুষ্ঠুভাবে ভোট করাতে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু তা সত্ত্বেও উত্তরবঙ্গ (North Bengal) থেকে দক্ষিণবঙ্গ (South Bengal), রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। পুরভোট (WB Municipal Ekection 2022) শুরু হতেই দিকে দিকে বিক্ষিপ্ত অশান্তির ছবি। কোথাও বাইক বাহিনী ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ। কোথাও আবার বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগ। 


এদিকে ভোটকেন্দ্রেই কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে প্রচার করার অভিযোগ। জলপাইগুড়ি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে জলপাইগুড়ি হাইস্কুলের বুথ থেকে কংগ্রেস প্রার্থী নারায়ণচন্দ্র সরকারকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেয় পুলিশ। বিরোধীদের পাল্টা অভিযোগ, বুথের বাইরে বহিরাগতদের ভিড়। ওই এলাকাতেই দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার চালাচ্ছেন তৃণমূল নেতা ধরম পাসোয়ান। তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি। 


এদিকে, বকেয়া পুরভোটে অশান্তির আঁচ এ বার কলকাতার রাস্তাতেও। পুরভোট(WB Municipal Elections) অশান্তির প্রতিবাদে লালবাজার (Lal Bazar) অভিযানে নেমেছে বিজেপি (BJP)। বইবাজার মোড়ে সেই অভিযান আটকে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তাকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি মধ্য কলকাতার রাস্তায়। পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায় বিজেপি নেতা কর্মীদের। গায়ের জোরে প্রতিবাদ আটকানোর অভিযোগ ওঠে। বিজেপি নেতাদের আটক করার চেষ্টা চালায় পুলিশ। পাল্টা শাসকদলের হাতে পুলিশ কাঠের পুতুল হয়ে গিয়েছে বলে অভিযোগ করে বিজেপি।