নয়া দিল্লি: 'যুদ্ধটাকে চিতায় তোলো, যুদ্ধটাকে কবর দাও', এই গানের কথা বর্তমানে আওড়াচ্ছে বিশ্ববাসী। কিন্তু যুদ্ধ থামার কোনও লক্ষণই নেই। বরং ক্রমশ বাড়ছে উত্তাপ। ইউক্রেনের রাজধানী কিভ দখল করার পর এবার সে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ দখলের জন্য রাস্তায় নামল রুশ সেনা। যদিও জায়গা ছাড়তে রাজি নয় ইউক্রেনও। রাস্তাতেও চলছে অবিরাম গুলিবর্ষণ। ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহরে এমন গুলির লড়াইয়ে অশান্তির আঁচ আরও বাড়ছে। 


খারকিভের রিজিওনাল গভর্নর রবিবার বলেন, "রাশিয়ার সেনারা অস্ত্রশস্ত্রভর্তি যানবাহন নিয়ে শহরের কেন্দ্রে ঢুকে পড়েছে। যদিও পিছিয়ে নেই ইউক্রেনিয়ান সেনা। সশস্ত্র বাহিনী শত্রুকে ধ্বংস করছে। আমরা নাগরিকদের এখনই বাইরে বের করে নিচ্ছি না।" 


অন্যদিকে, সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, রবিবার সকালে কিভ শহরের কেন্দ্রের পশ্চিমে একটি বিস্ফোরণ শোনা গিয়েছিল। বিমান হামলার সাইরেন বাজানোর কয়েক মিনিট পর এই বিস্ফোরণ ঘটে বলে দাবি। প্রায় ২০ মিনিট পর আরও দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।                                                           


পাশাপাশি, সামরিক যুদ্ধের মাঝে এবার একবিংশ শতকের নয়া অস্ত্র দিয়ে চলছে আঘাত প্রত্যাঘাত। রাশিয়া ইউক্রেনের মধ্যে এবার শুরু সাইবার যুদ্ধ। সময় যত এগোচ্ছে তীব্র থেকে তীব্রতর হচ্ছে পরিস্থিতি। ইউক্রেনিয় সংস্থাগুলির সিস্টেম এবার হ্যাকারদের দখলে চলে যাচ্ছে। ইউক্রেন সরকারের তরফে বলা হচ্ছে যে রাশিয়া-সমর্থিত হ্যাকাররা ইতিমধ্যেই ইউক্রেনের বেশ কয়েকটি সরকারি ওয়েবসাইট এবং ব্যাঙ্ক হ্যাক করেছে।                                       


আইবিএম সিকিউরিটি এক্স-ফোর্স টিম জানিয়েছে ইউক্রেনের একাধিক সিস্টেমকে হ্যাক করা ধ্বংসাত্মক 'হার্মেটিকওয়াইপার' ম্যালওয়্যারের একটি নমুনা পেয়েছে তাঁরা। "HermeticWIper হল এক ভয়ঙ্কর ম্যালওয়ার। যা গত দুই মাসে ইউক্রেন এবং পূর্ব ইউরোপের অন্যান্য দেশগুলিতে ছড়িয়ে দেওয়া হয়েছে।