বিধাননগর : সকাল থেকে পুরভোট ঘিরে কার্যত উত্তেজনার কেন্দ্রবিন্দুতে বিধাননগর। একের পর এক অভিযোগ সামনে আসছে। এবার বিধাননগরের ৬ নম্বর ওয়ার্ডে কৈখালি (Kaikhali) এলাকায় তৃণমূল ও সিপিএম সমর্থকদের মধ্যে মারামারি ঘটনা ঘটল। বহিরাগতদের এনে ভোট দেওয়ানো হচ্ছে, বাধা দিলে হুমকি দেওয়ার অভিযোগ তোলেন সিপিএম প্রার্থী আজহারউদ্দিন। কিছুক্ষণের রাস্তা অবরোধও হয়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


এদিকে বিধাননগরের (Bidhannagar) ৩৭ নম্বর ওয়ার্ডে ১১ নম্বর বুথ রিজার্ভ ব্যাঙ্কের আবাসন চত্বরে বিজেপি প্রার্থী (BJP Candidate) প্রমিতা সাহার সঙ্গে তৃণমূল প্রার্থীর হাতাহাতি। বুথের ভিতর বহিরাগতদের ঢোকানোর অভিযোগ তৃণমূল প্রার্থী মিনু দাস চক্রবর্তীর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূল প্রার্থীর। এই ঘটনায় রিপোর্ট চাইল কমিশন। রিটার্নিং অফিসারকে জানাতে নির্দেশ। এরপর কেবিকেসি ব্লকেও বচসায় জড়ান তৃণমূল ও বিজেপি প্রার্থী।


আরও পড়ুন ; বুথে বহিরাগতদের ঢোকানোর অভিযোগ, বিধাননগরে বিজেপি ও তৃণমূল প্রার্থীর হাতাহাতি


এই অভিজাত এলাকার কমিউনিটি সেন্টারে ভোট চলছে। আজ বিজেপির তরফে অভিযোগ তোলা হয়, তৃণমূল বহিরাগত ঢুকিয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থীর অভিযোগ, তাঁর এজেন্টকে চড় মারা হয়েছে।


তৃণমূল প্রার্থী বলেন, উনি (বিজেপি প্রার্থী) ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ক্যামেরা তো ফাঁকা দেখানো যায় না, তাই উচ্ছৃঙ্খলতা দেখিয়েছেন। এতবড় সাহস সিপিএমকে নিয়ে এসে এজেন্টকে থাপ্পড় মেরেছেন। উনি তো চারজন নিয়ে ঢুকেছেন। আমি এক কী করে কানের দুল ছিঁড়ব। গ্রেফতার তো হল বহিরাগত। আমার লোকই নেই তো গ্রেফতার হবে কোথা থেকে। 


আজ ভোট-পর্বের শুরুতেই একাধিক অভিযোগ উঠছে বিধাননগরের বিভিন্ন জায়গায়। কোথাও ভুয়ো ভোটার (Fake Voters) ধরার দাবি, কোথাও বিরোধী প্রার্থীকে হেনস্থার অভিযোগ ঘিরে উত্তপ্ত এলাকা। এবার ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল।


বিধাননগরের (Bidhannagar) ৩১ নম্বর ওয়ার্ডের ভগবতী বালিকা বিদ্যালয়ের বুথের বাইরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে। সদুত্তর দিতে না পেরে ক্যামেরা দেখেই পালালেন ওই যুবকরা। বহিরাগতদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী দেবাশিস জানা।