কলকাতা: চারে চার তৃণমূল। আজ পুরভোটের ফল প্রকাশ পেতেই চারটি পুরসভাতেই বিরোধীদের পিছনে ফেলে এগিয়ে গেল তৃণমূল। শিলিগুড়িতে গত বিধানসভার নিরিখে খারাপ ফল বিজেপির। বিধাননগরে-চন্দননগরে প্রাপ্ত ভোট শতাংশের নিরিখে দু’নম্বরে বামফ্রন্ট। পুরভোটে বিজেপির থেকে দুটি পুরসভায় এগিয়ে গেল বামেরা। যদিও বামেদের বড় পতন শিলিগুড়িতে, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। বাম নেতা অশোক ভট্টাচার্যের পরাজয়ে গড় হারাল সিপিআইএম।
এক নজরে দেখে নেওয়া যাক কোথায় কোথায় এগিয়ে সিপিআইএম-
- শিলিগুড়ির ১৯ নং ওয়ার্ডের সিপিএম প্রার্থী মৌসুমী হাজরা জয়ী,
- শিলিগুড়ির ৪৫ নং ওয়ার্ডে জয়ী সিপিএম প্রার্থী মুন্সি নুরুল ইসলাম,
- শিলিগুড়িতে ১৯, ২২, ২৯ ও ৪৫ নম্বর ওয়ার্ডে জয়ী সিপিএম প্রার্থীরা
- আসানসোলের ৩১ নং ওয়ার্ড সিপিএম-তৃণমূল টাই
- আসানসোলে ৪৩ নং ওয়ার্ডে জয়ী সিপিএম প্রার্থী আমনা খাতুন,
- আসানসোলে ৩৩ নম্বর ওয়ার্ডে জয়ী সিপিএমের নারাণ বাউড়ি
অন্যদিকে, শিলিগুড়িতে ৬ নং ওয়ার্ডে পরাজিত সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য। এর আগে, ২০২১-এর বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছিলেন অশোক ভট্টাচার্য। সম্প্রতি তাঁর স্ত্রী বিয়োগও হয়েছে। তার পরেও দলের কথায় ভোটে লড়তে রাজি হয়েছিলেন। তবে এ দিন ভোটের ফলাফল প্রকাশের পর অশোকবাবুর ভোটে লড়ার সিদ্ধান্তকে কটাক্ষ করেন তৃণমূলের বিজয়ী প্রার্থী গৌতম দেব। তিনি বলেন, ‘‘অশোকবাবুকে নিয়ে বলার কিছু নেই। ৭৩-৭৪ বছর বয়স হয়ে গেল। এ বার একটু থামতে জানতে হবে।"