কলকাতা: গণনার শুরু থেকেই কোচবিহার (Coochbihar) জেলায় তৃণমূলের (TMC) ঝড়। মেখলিগঞ্জ পুরসভা ফের দখল করল তৃণমূল। হলদিবাড়িও (Haldibari) দখল তৃণমূলের। মাথাভাঙা, তুফানগঞ্জেও এগোচ্ছে ঘাসফুল। মুর্শিদাবাদেও তৃণমূলের অগ্রগতি অব্যাহত। রাজ্যের ২ হাজার ১৭১টি ওয়ার্ডে ভাগ্য নির্ধারণ মোট ৮ হাজার ১৬০ জন প্রার্থীর।


কৃষ্ণনগরে ২টি ওয়ার্ডে নির্দল জয়ী। জলপাইগুড়ির ২টি ওয়ার্ডে তৃণমূল জয়ী। জিয়াগঞ্জ পুরসভার ৩টি ওয়ার্ডে জয়ী তৃণমূল। খড়দা পুরসভার পাঁচ ওয়ার্ডে এগিয়ে বাম প্রার্থীরা। একটিতে এগিয়ে কংগ্রেস। খড়দায় নির্দল এগিয়ে ১টিতে। ডালখোলার ৩টি ওয়ার্ডে জয়ী তৃণমূল।                                                       


এদিকে, কোচবিহার পুরসভার ২ নম্বর ওয়ার্ডে মাকে হারিয়ে জয়ী হলেন ছেলে। বিদায়ী পুরপ্রশাসক মীনা তরকে এবার এই ওয়ার্ডে প্রার্থী করেছিল তৃণমূল। টিকিট না পেয়ে মায়ের বিরুদ্ধেই নির্দল হিসেবে দাঁড়ান ছেলে উজ্জ্বল তর।  


আজ রাজ্যের ১০৭টি পুরসভার ভোট গণনা। মোট ওয়ার্ড ২ হাজার ১৭১টি। মোট প্রার্থী ৮ হাজার ১৬০ জন। সকাল ৮টা থেকে শুরু ভোট গণনা। কমিশন সূত্রে খবর, সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ১৮ রাউন্ড পর্যন্ত গণনা হবে। গণনাকেন্দ্রের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।                                                         


এছাড়াও, মুর্শিদাবাদের লালবাগ গণনাকেন্দ্রে উত্তেজনা। বিজেপির কাউন্টিং এজেন্টের সঙ্গে পুলিশের বচসা। বিজেপি অভিযোগ করে, তৃণমূলের কয়েকজন কাউন্টিং এজেন্ট পুর-এলাকার বাসিন্দা নন। এদিকে এই নিয়ে শাসকদলের প্রতিক্রিয়া মেলেনি এখনও।