সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: সিপিএমের (CPM) বিরুদ্ধে একনায়কতন্ত্র চালানোর অভিযোগ তুলে, বামফ্রন্ট (Left Front) থেকে বেরিয়ে মেদিনীপুর পুরসভায় (Midnapur Municipality) আলাদা প্রার্থী দিয়েছে ফরওয়ার্ড ব্লক (Forward Block)। বাম শরিক দলের অভিযোগ, কংগ্রেস ও নির্দলদের জন্য আসন ছাড়লেও, তাদের জন্য কোনও আসন বরাদ্দ করেনি সিপিএম। যদিও সিপিএম এই অভিযোগে আমল দিতে নারাজ।


পুরভোটে প্রার্থী নিয়ে তৃণমূল ও বিজেপি শিবিরে অসন্তোষের ছবি ধারাবাহিক ভাবে সামনে এসেছে।  এবার আসন বণ্টন নিয়ে বাম শিবিরে দেখা গেল ফাটল। বামফ্রন্ট থেকে বেরিয়ে মেদিনীপুর পুরসভায় আলাদা প্রার্থী দিয়েছে ফরওয়ার্ড ব্লক।


গত ৩ ফেব্রুয়ারি মেদিনীপুর পুরসভার জন্য সিপিএমের তরফে বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। তাতে দেখা যায়, ২৫টি আসনের মধ্যে ১৬টি আসন ছাড়া হয়েছে সিপিএমকে। ৪টি আসনে দেওয়া হয়েছে সিপিআই প্রার্থী। বাকি ৫টি আসন ছাড়া হয়েছে ধর্মনিরপেক্ষ নির্দল প্রার্থীদের জন্য। কিন্তু বাম শরিক দল ফরওয়ার্ড ব্লক এবং আরএসপি'র জন্য কোনও আসন বরাদ্দ করা হয়নি।


পশ্চিম মেদিনীপুর সিপিএমের তৎকালীন জেলা সম্পাদক তরুণ রায় বলেছিলেন, ২৫টি আসনের মধ্যে ১৬টিতে লড়বে সিপিএম। চারটিতে সিপিআই। ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তির জন্য ৫টি আসন ছাড়া হয়েছে।


মনোনয়নপর্ব মিটে যাওয়ার পর দেখা যায়, মেদিনীপুর পুরসভার ১৫, ২১ ও ২৫ নম্বর ওয়ার্ডে প্রার্থী দিয়েছে ফরওয়ার্ড ব্লক।পুরভোটের আগে এই ঘটনায় বাম ঐক্য নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। বামফ্রন্টের প্রধান শরিক দল সিপিএমের বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ তুলে সরব হয়েছেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী। মেদিনীপুর পুরসভা ১৫ নম্বর ওয়ার্ডের ফরওয়ার্ড ব্লক প্রার্থী আনোয়ার আলি খান বলেছেন, সিপিএম একনায়কতন্ত্র চালিয়েছে। কংগ্রেসকে আসন ছেড়েছে, নির্দলকে আসন ছেড়েছে। অথচ আমাদের আসন ছাড়েনি। তাই আলাদা ভাবে প্রার্থী দেওয়া হয়েছে।


সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সুশান্ত ঘোষ বলেছেন, এই সমস্যা দীর্ঘদিনের। আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করি। কিন্তু এবার তো আর সময় নেই। মানুষ ঠিক করবে কে ঠিক কে ভুল।


মেদিনীপুরে বাম ঐক্যে ফাটলের এই ঘটনা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল ও বিজেপি।তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা বলেছেন, বামফ্রন্ট মিউজিয়মে যাওয়ার অবস্থায় রয়েছে। সিপিএম সারা জীবন এই দাদাগিরি চালিয়েছে। অস্তাচলে যাওয়ার পরেও ওদের এই লড়াই নিয়ে আমাদের কিছু বলার নেই।


বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি সমিত কুমার মণ্ডল বলেছেন, জনসাধারণ দেখছে নিজেদের পুরনো সঙ্গীকে ভুলে অলিখিত ভাবে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে সিপিএম। মানুষ যোগ্য জবাব দেবে।


ভোট কাটাকাটিতে ফরওয়ার্ড ব্লক প্রার্থীরা কোনও ফ্যাক্টর হন কি না, সেটাই দেখার।