অর্ণব মুখোপাধ্যায়, সন্দীপ সমাদ্দার ও উজ্জ্বল মুখোপাধ্যায়, বেলডাঙা, এগরা, ঝালদা: রাজ্যের ১০৮টি পুরসভার ভোটে (Municipal Election) তৃণমূলের (TMC) ঝড়। বিজেপি (BJP), কংগ্রেসকে (Congress) শূন্য করে ১০২ পুরসভাতেই তৃণমূলের জয়জয়কার। চারটি পুরসভা ত্রিশঙ্কু। শেষ অবধি কি এই পুরসভাগুলিতে বোর্ড গড়তে বহিষ্কৃত নির্দল প্রার্থীদের সমর্থন নেবে তৃণমূল? রাজ্যের যে চারটি পুরসভার ফল ত্রিশঙ্কু হয়েছে, সেগুলি হল মুর্শিদাবাদের বেলডাঙা, পূর্ব মেদিনীপুরের এগরা, পুরুলিয়ার ঝালদা ও হুগলির চাঁপদানি পুরসভা।


পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভার ১৪টি আসনের মধ্যে তৃণমূল জয়ী হয়েছে সাতটি আসনে। পাঁচটি আসনে জয়ী বিজেপি। এছাড়াও একটি আসনে নির্দল এবং একটি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। এগরা পুরসভার ম্যাজিক ফিগার ৮। সেক্ষেত্রে পুরবোর্ড গড়তে তৃণমূলকে অন্য কারও সাহায্য নিতেই হবে অথবা অন্য কোনও দল ভাঙাতে হবে। সেক্ষেত্রে কি নির্দল প্রার্থী তৃণমূলকে সমর্থন করবেন?


এগরার জয়ী নির্দল প্রার্থী রামচন্দ্র পণ্ডা জানিয়েছেন, ‘এখন আমি ঠিক করিনি কী করব। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব।’


এগরার জয়ী কংগ্রেস প্রার্থী নির্মলকুমার শিট জানিয়েছেন, ‘আমি বিজেপিকে কোনওভাবেই সাপোর্ট করব না।’


পুরুলিয়ার ঝালদা পুরসভায় ১২টি আসনের মধ্যে কংগ্রেস ও তৃণমূল দুই দলই পাঁচটি করে আসন জয়ী হয়। দু’টি আসনে জেতে নির্দল। ভোটের ফল ঘোষণার পর এক জয়ী নির্দল প্রার্থী তৃণমূলে যোগ দেন। এই মুহূর্তে বোর্ড গড়ার ম্যাজিক ফিগার ছুঁতে গেলে তৃণমূলকে আরও একজনের সমর্থন পেতে হবে। পুরুলিয়ার তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি সৌমেন বেলথরিয়ার দাবি, ‘একজন নির্দল আমাদের দলে যোগ দিয়েছেন। তাঁকে বহিষ্কার করা হয়নি। আরেকজন বহিষ্কৃত নির্দল। তাঁকে নেওয়া হবে কি না ভাবছি, আমরাই বোর্ড গড়ব।’


তৃণমূলকে কটাক্ষ করে পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো বলেছেন, ‘এখন যাদের ক্ষমতার দরকার, তাদের নীতি আদর্শ কোথায় গেল?’


আরও পড়ুন'সবুজ সুনামিতে' অক্ষত রইল না বিরোধী-দুর্গও, ৯৪ শতাংশ পুরসভা-ই তৃণমূলের


অন্যদিকে, মুর্শিদাবাদের বেলডাঙা পুরসভা ১৪টি আসনের মধ্যে সাতটিতে জয়ী হয়েছে তৃণমূল। চারটি আসনে জয়ী হয়েছে নির্দল এবং তিনটি আসনে জয়ী হয়েছে বিজেপি। নির্দল যাঁরা জিতেছেন, তাঁদের মধ্যে সদ্য বহিষ্কৃত ভরত ঝাওয়ার-সহ তিনজনই তৃণমূলকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছেন।


হুগলির চাঁপদানি পুরসভার ২২টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জয়ী হয়েছে ১১টি আসনে। এই পুরসভায় ১০টি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা। একটি আসনে জয়ী হয়েছে কংগ্রেস।


চাঁপদানি পুরসভার নির্দল প্রার্থী জিতেন্দ্র সিংহ বলেছেন, ‘নির্দল হয়ে হেরেছি ঠিক আছে, কিন্তু আমার বউ তৃণমূলের হয়ে জিতেছে, ভাইপো নির্দল হয়ে জিতেছে। আমরা তৃণমূলের লোক, আবার তৃণমূলকে সমর্থন করতে পারি।’