বিশ্বজিৎ দাস, খড়্গপুর: আজ রাজ্যের ১০৭টি পুরসভার ভোট গণনা। ভোটের আগেই দিনহাটা পুরসভা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। ফলে ভোটগণনা হচ্ছে ১০৭টি পুরসভার। 


খড়গপুর দিলীপ ঘোষের গড় হিসেবেই খ্যাত। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির এই গড়ে এবার ঝড় তুলল তৃণমূল। বেশিরভাগ পুরসভা দখল করেছে তৃণমূল। এই জয় দিলীপ ঘোষের গড়ে খড়গপুর পুরসভা দখল করল তৃণমূল। ৩৩ নম্বর ওয়ার্ডে জয়ী খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।


এদিন জয়লাভ করে হিরণ চট্টোপাধ্যায় বলেন, "এই জয় এক ঐতিহাসিক জয়। আমার ব্যক্তিগত জয় নয়। এই জয় মানুষের জয়। মানুষের বিশ্বাসের, শক্তির জয়। মানুষের ওপর যে অত্যাচার হয়েছে, বঞ্চনা হয়েছে। একফোঁটা জলের জন্য হাহাকার করেছে, সেই প্রতিবাদের জয়। অবশ্যই এই জয় ভারতীয় জনতা পার্টির। দলের কর্মী-সমর্থকেরা যেভাবে পাশে থেকে লড়াই করেছেন তা বলার নয়। আমি বিজেপির হয়ে গত ১০ মাস নিরন্তর কাজ করে চলেছি। আগামী ৫ বছর কাউন্সিলর হয়ে কাজ করে চলব। আমরা একসঙ্গে সকলে কাজ করে চলব।"  ওই ওয়ার্ডের দীর্ঘ দিনের তৃণমূলের নেতা জহর পাল এ বারেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু হিরণের কাছে পরাজিত হন।                                                           


খড়গপুরে ৩৫টি ওয়ার্ডের মধ্যে ১৯টিতে তৃণমূল, ৬টিতে বিজেপি, ৬টিতে কংগ্রেস, ১টিতে সিপিএম, ১টি সিপিআই ও নির্দল ১টি ওয়ার্ডে জয়ী হয়েছে। 


এদিন, মোট ওয়ার্ড ২ হাজার ১৭১টি। মোট প্রার্থী ৮ হাজার ১৬০ জন। পুরভোটের লড়াইয়ে রয়েছেন বিজেপির ৬ বিধায়ক। সকাল ৮টা থেকে শুরু ভোট গণনা। কমিশন সূত্রে খবর, সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ১৮ রাউন্ড পর্যন্ত গণনা হবে। গণনাকেন্দ্রের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।