কলকাতা: উত্তর থেকে দক্ষিণ, পুরভোটে গণনার শুরুতেই রাজ্যজুড়ে তৃণমূল-ঝড় শুরু। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) গড় ডায়মন্ড হারবার পুরসভা দখল করল তৃণমূল। এছাড়া বারুইপুর (Baruipur) পুরসভাও গেল তৃণমূলের (TMC) দখলে। 


অন্যদিকে, হলদিবাড়ি, বোলপুর, রামপুরহাট, রঘুনাথপুর, কোচবিহার, কান্দি, হলদিবাড়ি নিয়ে মোট ৩৯ টি পুরসভায় জয়ী তৃণমূল। কাটোয়া পুরসভা তৃণমূলের দখলে। দাঁইহাট পুরসভা তৃণমূলের দখলে।জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভা তৃণমূলের দখলে। বেলডাঙা পুরসভা তৃণমূলের দখলে।অশোকনগর-কল্যাণগড় পুরসভা তৃণমূলের দখলে।জলপাইগুড়ির ৩টি পুরসভার ৩টিই তৃণমূলের দখলে।
মাল পুরসভা তৃণমূলের দখলে।                             


এ দিন রাজ্যের ১০৭টি পুরসভার ভোট গণনা। ভোটের আগেই দিনহাটা পুরসভা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। ফলে ভোটগণনা চলছে ১০৭টি পুরসভার। মোট ওয়ার্ড ২ হাজার ১৭১টি। মোট প্রার্থীর সংখ্যা ৮ হাজার ১৬০ জন। পুরভোটের লড়াইয়ে রয়েছেন বিজেপির ৬ বিধায়ক। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। কমিশন সূত্রে খবর, সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ১৮ রাউন্ড পর্যন্ত গণনা হবে। গণনাকেন্দ্রের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।                                                     


কালিয়াগঞ্জ পুরসভা তৃণমূলের দখলে।নবদ্বীপ পুরসভা তৃণমূলের দখলে।ইংলিশবাজার পুরসভা তৃণমূলের দখলে। কোচবিহার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে জয়ী রবীন্দ্রনাথ ঘোষ। । বাঁকুড়ার ২ টি ওয়ার্ডে এবং বাঁকুড়ার ১ টি ওয়ার্ডে বামেরা জয়ী হয়েছে। বিরোধীশূন্য বজবজ। সেখানে ২০টি ওয়ার্ডেই জয়ী জোড়াফুল শিবির। দার্জিলিংয়ে ১৪টি ওয়ার্ডে জয়ী হামরো পার্টি। কাঁথি উত্তরে হারলেন বিজেপি প্রার্থী সুমিতা সিংহ। উত্তরপাড়ায় জয়ী বাম প্রার্থী।