নয়াদিল্লি: চলতি বছরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। তার আগে প্রস্তুতি সেরে নিচ্ছে ভারতীয় দল। রোহিত শর্মার (rohit sharma) নেতৃত্বে একের পর এক সিরিজ জিতেই চলেছে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের পর শ্রীলঙ্কার (srilanka) বিরুদ্ধে সিরিজেও প্রচুর নতুন মুখ দেখা গিয়েছে। কিন্তু এই বিষয়টিই মনে প্রশ্ন জেগেছে রাজকুমার শর্মার। তাঁর মনে হচ্ছে যে রোহিতের নেতৃত্বাধীন ভারতীয় দল এখনও পুরোপুরি তৈরি নয় টি-টােয়েন্টি বিশ্বকাপের জন্য।
এক সাক্ষাৎকারে রাজকুমার বলেন, ''আমার মনে হয় না যে দল পুরোপুরি তৈরি আছে। আমাদের সেরা একাদশ এখনও পর্যন্ত টানা এক বা দুটো ম্যাচ খেলেনি। কখনও কোনও প্লেয়ার আনফিট থাকছে, তো কখনও প্লেয়ার বিশ্রামে চলে যাচ্ছে। কখনও বুমরা খেলছে না, কখনও বিরাট খেলছে না। রোহিতও ফিট হয়ে ফিরে এসেছে।''
এরপরই বিরাটের ছোটবেলার কোচ আরও বলেন, ''যতক্ষণ পর্যন্ত না নিজেদের সেরা একাদশ আমরা টানা কিছু ম্যাচে নামাতে পারছে না, ততক্ষণ পর্যন্ত আপনি পরীক্ষার মুডেই রয়েছে। ঋষভ পন্থ খেলছে না, অন্যদিকে ঈশান কিষাণ নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আপনাকে একটা কোর টিম গড়ে তুলতে হবে।''
উল্লেখ্য, সদ্যসমাপ্ত ভারত-শ্রীলঙ্কা (Ind vs SL) টি-টোয়েন্টি সিরিজে খেলেননি রাজকুমারের ছাত্র কোহলির। বিশ্রাম নিয়েছিলেন। ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের সিরিজ জয় নিশ্চিত হয়ে যেতেই নিয়মরক্ষার তৃতীয় ম্যাচেও খেলেননি তিনি। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। স্ত্রী অনুষ্কাকে নিয়ে আগেভাগেই চণ্ডীগড়ে পৌঁছে গিয়েছেন। সেখানে সতীর্থ ঋষভ পন্থের সঙ্গে নেটে ব্যাটিং শুরু করে দিয়েছেন কোহলি।
পরের এগারো বছর অবশ্য বিশ্বক্রিকেটকে শাসন করেছে বিরাটের ব্যাট। ৯৯ টেস্টে ৭৯৬২ রান করেছেন দিল্লির ডানহাতি। যার মধ্যে রয়েছে ২৭টি সেঞ্চুরি। টেস্টে অনবদ্য ব্যাটিং গড় ৫০.৩৯। সর্বোচ্চ স্কোর অপরাজিত ২৫৪। যা তিনি করেছিলেন পুনেতে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ২০১৯ সালে।