দুর্গাপুর: বিহার থেকে আগামীকাল বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি। তাঁর আগে দুর্গাপুরে চরম ব্য়স্ততা দেখা গেল বিজেপি নেতা-কর্মীদের মধ্য়ে। দোকানদার থেকে পথচারীদের মধ্য়ে হ্য়ান্ড বিল বিলি করা হয়। এর পাশাপাশি নিরাপত্তা সুনিশ্চিত করতে স্নিফার ডগ নিয়ে সভাস্থল পরীক্ষা করে পুলিশ। চলল বম্ব স্কোয়াড নিয়ে তল্লাশি। অন্ডাল বিমানবন্দর থেকে দুর্গাপুরে নেহরু স্টেডিয়াম পর্যন্ত সড়কপথে পুলিশের তরফে চলল নিরাপত্তার ট্রায়াল রান।
ক্য়ালেন্ডারে ৭-৮ মাস বাকি থাকলেও, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের দামামা বেজে গেছে। রাজনীতির পারদ চড়ছে পরপর হাইভোল্টেজ কর্মসূচিতে। এরইমধ্যে আগামীকাল শুক্রবার বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী। যা ঘিরে সাজসাজ রব দুর্গাপুরে। মোদির সভা উপলক্ষে দুর্গাপুরে নেহরু স্টেডিয়ামে পাশাপাশি ২টি মঞ্চ। একটি মঞ্চে ৫ হাজার ৪০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আসানসোল থেকে কলকাতা, গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (GAIL)-এর পাইপলাইনের শিলান্যাস-সহ একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন নরেন্দ্র মোদি। এরপর পাশে আরেকটি মঞ্চে জনসভা করবেন তিনি। সভা সেরে দিল্লি রওনা দেবেন প্রধানমন্ত্রী।
বুধবার বিজেপি শাসিত রাজ্য়ে বাঙলাভাষীদের হেনস্থার প্রতিবাদে কলকাতায় মিছিল করেছে তৃণমূল। একই দিনে অনুপ্রবেশ ইস্য়ুতে মুখ্য় নির্বাচনী আধিকারিকের দফতরে গেলেন শুভেন্দু অধিকারী। এরপর সামনেই রয়েছে তৃণমূলের একুশে জুলাই। তবে তার আগে শুক্রবারই রাজ্য়ে আসছেন নরেন্দ্র মোদি। দুর্গাপুরে তাঁর সভার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। গতকাল থেকেই স্নিফার ডগ নিয়ে দফায় দফায় সভাস্থল পরীক্ষা করা হয়। আসে বম্ব স্কোয়াডও। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ থেকে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্য়ায়, সকলেই ছিলেন এখানে।
এদিকে ২১ জুলাই তৃণমূলের ধর্মতলার সভার আগে হোর্ডিং ছেঁড়া নিয়ে বিতর্ক। শিবপুরের ফোরশোর রোড এবং জগৎ ব্যানার্জি রোডে হোর্ডিং ছেঁড়া অবস্থায় মিলেছে। তৃণমূলের তরফে এ নিয়ে শিবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা বেশিরভাগ হোর্ডিং ছেঁড়া হলেও, মন্ত্রী অরূপ রায়ের নাম লেখা হোর্ডিংগুলিতে কাঁটা-ছেঁড়া নেই। বিজেপির অভিযোগ, এটা ২১ জুলাই নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের। মন্ত্রী অরূপ রায়ের দাবি, ঘটনার পিছনে বিজেপি, সিপিএম রয়েছে। CC ক্যামেরার ফুটেজ পরীক্ষা করানোর দাবি জানিয়েছেন মন্ত্রী।