সঞ্চয়ন মিত্র ও অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: সকাল থেকে ফের রোদ খাঁ খাঁ করলেও, রবিবারও বৃষ্টিতে ভিজতে পারে রাজ্য (WB Weather Updates)। সোমবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বিকেলের দিকে বিক্ষিপ্ত ভাবে কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। তবে এল আর শেষ হয়ে গেল নয়, বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Forecast)।
প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, তার জেরেই বৃষ্টি
আবহাওয়া দফতর জানিয়েছে, সিকিম থেকে উত্তরবঙ্গের উপর দিয়ে ছত্তীসগঢ়ের উত্তর অংশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখাটি বিহার এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়েছে। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তারই প্রভাবে রবি এবং সোমবার বৃষ্টিতে ভিজবে বাংলার উত্তর এবং দক্ষিণ অংশ।
এই দুই দিনে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রাজ্যে অন্য জেলাগুলিতেও। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা এবং ঝোড়ো হাওয়াও বইতে পারে।
আরও পড়ুন: Transfer: বকেয়া ডিএ-র দাবিতে ধর্মঘটে যোগ, প্রত্যন্ত এলাকায় বদলি, অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের
এর পাশাপাশি, রবিবার দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির সতর্কতাও জারি হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে রয়েছে শিলাবৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা এবং ঝড়ো হাওয়া বইবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ছুটির সন্ধেয় কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে
শহর কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে জলীয় বাষ্প থাকার কারণে অস্বস্তি হতে পারে। বিকেল বা সন্ধের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি বেশি।
আবহাওয়া দফতর জানিয়েছে, পড়শি দুই রাজ্যের উপর দিয়ে যাওয়া নিম্নচাপের অক্ষরেখার প্রভাবেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়। প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকে পড়েছে রাজ্যে। তার ফলেই রাজ্যে এই হাওয়া বদল। বুধবার পর্যন্ত চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। তার পর ফের মুড বদলাবে আবহাওয়া।