অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: মার্চের শেষে ফেল প্রবল গরমের পূর্বাভাস (Weather Update) দক্ষিণবঙ্গে। মাঝ চৈত্রেই হট ডে পরিস্থিতির হতে পারে রাজ্যের দুই জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলিতে।
অক্ষরেখা রয়েছে ছত্ত শগড় এলাকা থেকে গালফ অফ মান্নার পর্যন্ত। এই অক্ষরেখাটি তামিলনাডু, মহারাষ্ট্র ও কর্নাটকের উপর দিয়ে গেছে। এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে পাকিস্তান ও জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায়। উইকেন্ডে কলকাতায় ৩৬/৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পশ্চিমের জেলায় ৩৮/৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। পাশাপাশি উত্তরের পার্বত্য এলাকা সহ একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: আগামীকাল হট-ডে পরিস্থিতি দক্ষিণবঙ্গে। পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় হট-ডে পরিস্থিতি। তাপমাত্রা বাড়বে; তার থেকেও বাড়বে ফিল লাইক টেম্পারেচার। উষ্ণতায় কাটবে ঈদের দিন। উইকেন্ডে কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে ৩৬/৩৭ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই হতে পারে তাপমাত্রা। আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গের আবহাওয়া: আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বৃহস্পতিবার বেশিরভাগ জেলায় শুষ্ক হওয়া পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি খুব সামান্য সম্ভাবনা। শুক্রবার ও শনিবার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার উত্তরবঙ্গের উপরের দিকের তিন জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলাতে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে।
কলকাতার আবহাওয়া: দিনের সর্বোচ্চ তাপমাত্রা শনিবারের মধ্যে ৩৬/৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। স্বাভাবিকের সামান্য ওপরেই তাপমাত্রা। সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রাই সামান্য উপরে উঠলো। সকালে সন্ধ্যায় মনোরম পরিবেশ। বেলা বাড়লে ধীরে ধীরে উষ্ণতা বাড়বে। পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী তিন দিনে ২/৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৬ থেকে ৯২ শতাংশ।
ফের গরম বাড়ছে দেশে। গুজরাত ও রাজস্থানে ইতিমধ্যেই বেশ কিছু এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি। শনিবার থেকে সোমবার ওড়িশাতে তাপপ্রবাহের সতর্কবার্তা। গরম অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে তামিলনাড়ু পন্ডিচেরি করাইকাল অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামে।