কলকাতা: নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দের ছবিকে সামনে রেখেই লড়াইয়ে নামছে RSS। দুর্গাপুজোর পর রাজ্যজুড়ে এই দুজন মনীষীর ছবিকে সামনে রেখে ট্যাবলোও বার করা হবে বলে শোনা যাচ্ছে। অন্য়দিকে, তৃণমূলপন্থী সংগঠনের পোস্টারে পাশাপাশি রাখা হয়েছে শ্রীরামকৃষ্ণ ও মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে। অনেকেই প্রশ্ন তুলছেন, রাজনীতির এই দড়ি টানাটানিতে মনীষীদের কেন টানা হচ্ছে?

শুধু রাম-হনুমান-ইদ-ইফতার-রোজা-মা দুর্গা-মা কালী নয়, ভোট পেতে এখন নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ থেকে শ্রীরামকৃষ্ণ পরমহংস কাউকে বাদ দিচ্ছে না রাজনৈতিক দলগুলি। সূত্রের খবর, একদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দের ছবিকে সামনে রেখেই লড়াইয়ে নামছে RSS। অন্য়দিকে, তৃণমূলপন্থী সংগঠনের পোস্টারে পাশাপাশি দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণ ও মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ছবি। ১৯২৫ সালে দশমীর দিন প্রতিষ্ঠা হয় আরএসএসের। সূত্রের খবর, এবার RSS-এর শতবর্ষ উদযাপনে দুর্গাপুজোর পর থেকে দেশজুড়ে শুরু হবে বিজয় যাত্রা। আর কোচবিহার থেকে কাকদ্বীপ - রাজ্যজুড়ে শোভাযাত্রা ট্যাবলোয় থাকবে নেতাজী সুভাষচন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দের ছবি। RSS সূত্রে খবর, প্রত্যেক ওয়ার্ড, পঞ্চায়েতে ঘুরবে এই ট্যাবলো। দক্ষিণবঙ্গ RSS-এর প্রচার প্রমুখ বিপ্লব রায় বলেন, "আরএসএসের ভাবনা ও পথ এক। নেতাজির আদর্শ, আর RSS-এর আদর্শ এক।''RSS যখন নেতাজিকে হাতিয়ার করে বাঙালির মননে ছাপ ফেলতে চাইছে, তখন অনেকেরই মনে পড়ে যাচ্ছে ১৯৪০-এর জুন মাসে নেতাজির একটি বক্তৃতার কথা। ঝাড়গ্রামে এই বক্তৃতায় সুভাষচন্দ্র বসু হিন্দুত্ববাদী রাজনীতির ঘোর সমালোচনা করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, "সন্ন্যাসী ও সন্ন্যাসিনীদিগকে ত্রিশূল হাতে হিন্দু মহাসভা ভোট ভিক্ষায় পাঠাইয়াছেন। ত্রিশূল ও গৈরিক বসন দেখিলে হিন্দু মাত্রেই শির নত করে। ধর্মের সুযোগ নিয়া, ধর্মকে কলুষিত করিয়া হিন্দু মহাসভা রাজনীতি ক্ষেত্রে দেখা দিয়েছে। হিন্দু মাত্রেরই তাদের নিন্দা করা কর্তব্য।'' সম্প্রতি কলকাতাজুড়ে দেখা যায় এই হোর্ডিং। যেখানে রামকৃষ্ণ পরমহংসের ছবির সঙ্গে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। কোনওটায় লেখা, 'বাংলার মানুষ এক হও' কোনওটায় 'হিন্দু, মুসলিম, শিখ, ঈশাই, আমরা সবাই ভাই ভাই'। পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের নামে এই পোস্টার পড়েছে। যে সংগঠনের মেন্টর পদে রয়েছেন প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজনীতি কেন এই পর্যায়ে পৌঁছবে যে রামকৃষ্ণ দেবের সঙ্গে একসঙ্গে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ছবি থাকবে? প্রশ্ন অনেকেরই।