সঞ্চয়ন মিত্র, কলকাতা: মাঘের শুরুতে অকাল বর্ষণ (Untimely Rain)। শনিবার সকাল থেকেই আকাশের মুখভার। কলকাতায় শুরু হয়েছে বৃষ্টি (Rainfall)। রাজ্যজুড়েই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (Alipore Weather Office)। দার্জিলিং, কালিম্পঙের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, উত্তরবঙ্গের পাঁচ জেলায় শিলা বৃষ্টিও হতে পারে।
উপকূলবর্তী জেলা এবং নদিয়া এবং মুর্শিদাবাদে শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে কাল থেকে বাড়বে বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবি এবং সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবারেও কলকাতা-সহ উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হবে রাজ্যের। ফের কমবে তাপমাত্রা।
এ দিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পারদের ওঠানামা অব্যাহত। একধাক্কায় ৪ ডিগ্রি বেড়ে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।
আরও পড়ুন: Covid Hospital in Kolkata: করোনাকালে রাজ্যে বাড়ছে ICU বেডের চাহিদা, উদ্বিগ্ন চিকিত্সকদের একাংশ
উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরু থেকেই ধীরে ধীরে শীত জাঁকিয়ে বসেছিল রাজ্যে। কিন্তু গত দু’-তিন দিন ধরেই তাতে ব্যাঘাত ঘটার ইঙ্গিত মিলছিল। আবহাওয়া দফতর জানায়, বৃষ্টির ভ্রূকুটি রাজ্যের উপর। তাই শীত চলে যেতে পারে বলে আফসোস করছিলেন অনেকেই। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি ফের পারদ নামবে বলেই মনে করছেন আবহবিদরা।
আবহাওয়া দফতর জানিয়েছে, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা আকাশ থাকবে অন্য জেলাগুলিতেও। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার,জলপাইগুড়ি কোচবিহারেও।
এমনিতেই খামখেয়ালি শীতের মধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বৃষ্টিতে ভিজেছে কার্শিয়াং, কোচবিহার, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের আরও বেশ কয়েকটি জায়গা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়ার পরিবর্তন হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। তার প্রভাবে রাজ্যেও আবহাওয়ার পরিবর্তন।