কলকাতা: সকাল থেকেই মুখভার আকাশের। আজও দিনভর বিভিন্ন জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস (WB Rain Forecast)। আগামী ২ থেকে ৩ ঘণ্টা ভিজবে একাধিক জেলা। হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)।                                    

কোথায় কোথায় বৃষ্টির পূর্বভাস? 

দক্ষিণ ভারতে আছড়ে পড়া ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব এ রাজ্য়েও। ঘূর্ণিঝড় মিগজাউমের অবশিষ্ট অংশ নিম্নচাপ হিসেবে ছত্তীশগঢ়ে অবস্থান করছে। এর জেরে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ থেকে ৩ ঘণ্টা কলকাতা সহ সংলগ্ন জেলা যেমন হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত (Rain Forecast) হবে। 

 
Date Min Temp Max Temp Weather
07-Dec 9.0 26.0
Clear sky
08-Dec 9.0 25.0
Shallow Fog
09-Dec 8.0 25.0
Shallow Fog
10-Dec 8.0 23.0
Mist
11-Dec 7.0 23.0
Shallow Fog
12-Dec 7.0 24.0
Fog
13-Dec 8.0 24.0
Fog

আজ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বেশি বৃষ্টি হতে পারে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া এবং কলকাতাতেও। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে মালদা ও দুই দিনাজপুরে। আগামী ৪৮ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে।                    

কলকাতার আবহাওয়া: ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বলে পূর্বভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার থেকে শীতের আমেজ ফিরতে পারে। আগামী মঙ্গলবারের মধ্য়ে রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।                     

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: Robotic Surgery: স্বাস্থ্য পরিষেবার মুকুটে নতুন পালক, SSKM-এ শুরু হতে চলেছে রোবোটিক সার্জারি