কলকাতা: আজ থেকে বৃষ্টি (Rain Forecast) শুরু পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। প্রায় সব জেলাতেই কুয়াশার সতর্কতা। শনিবার পর্যন্ত চলবে বৃষ্টি। কাল কলকাতা-সহ (Kolkata) দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলাতেই দু’-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী জেলাগুলিতে (Coastal District) বৃষ্টির সম্ভাবনা কম। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Office) জানিয়েছে, পূর্ব বাংলাদেশে (East Bangladesh) তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত।

এর পাশাপাশি, ফের রাজ্যে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। দু’য়ের প্রভাবে ফাল্গুনের দ্বিতীয় সপ্তাহে বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি। এদিকে, বৃষ্টি হলেও নতুন করে পারদ নামার সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বৃহস্পতিবার বাঁকুড়া , পশ্চিম বর্ধমান , বীরভূম , মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বর্ষণ বাড়বে কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। হালকা বৃষ্টির সম্ভাবনা শুক্রবার উপকূলে জেলাগুলিতে। বৃষ্টির পরিমাণ কম থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং। 

http://imdkolkata.gov.in/ অনুসারে দেখে নিন আগামী কয়েকদিনে মহানগরের আবহাওয়ার পূর্বাভাস 

Day সর্বনিম্ন 
তাপমাত্রা
সর্বোচ্চ
তাপমাত্রা
কেমন আবহাওয়া
24-Feb ১৯.0 ২৯.0 আংশিক মেঘলা আকাশ, দিনের শুরুতে কুয়াশা, মূলত পরিস্কার আকাশ 
25-Feb ২০.0 ৩০.0 মূলত পরিস্কার আকাশ 
26-Feb ২০.0 ৩১.0 মূলত পরিস্কার আকাশ 
27-Feb ২০.0 ৩১.0 আংশিক মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা
28-Feb ২০.0 ৩১.0 মূলত পরিস্কার আকাশ 

আরও পড়ুন: Kolkata: রাতের শহরে ফের অঘটন, বাইক ও মিনিডোরের সংঘর্ষে গুরুতর আহত ২