ঝিলম করঞ্জাই, কলকাতা: আজ পয়লা বৈশাখ। বাংলা নতুন বছরের প্রথম দিনেই 'হাওয়া-গরম' রাজ্যে। নববর্ষের দিন গরম ও শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণে সারাদিন আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে ক্রমশ বাড়বে রোদের তেজ, বাড়বে গরমও। আবহাওয়া দফতরের পূর্বাভাস,  আগামী পাঁচ দিন ধীরে ধীরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গে ২-৫ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। উত্তরবঙ্গে ১-৩ ডিগ্রি বাড়বে পারদ। আবহাওয়াবিদেরা জানাচ্ছেন, উত্তর পশ্চিম থেকে শুকনো এবং গরম হাওয়া ঢোকার জন্য এইভাবে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে।


উত্তর পশ্চিমের শুকনো হাওয়ার দাপট ক্রমশ বাড়বে। তারই সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও কমবে পশ্চিমবঙ্গে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যে আপাতত তাপপ্রবাহের সতর্কবার্তা নেই।


দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া:


শুষ্ক-পশ্চিমি হাওয়ায় গরম বাড়বে পশ্চিমের জেলাগুলিতে। এখনই তাপপ্রবাহের সতর্কবার্তা নেই। আগামী পাঁচ দিন তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে তিন থেকে পাঁচ ডিগ্রি। তবে আচমকা তাপমাত্রা বাড়বে না। আজ, নববর্ষের দিনে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলাতেই গরম ও শুষ্ক আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। পয়লা বৈশাখের দিন, রবিবারে বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।  বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে। দক্ষিণবঙ্গে সোমবার বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর এবং নদীয়া জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। 


উত্তরবঙ্গে কেমন আবহাওয়া?


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলাতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। নববর্ষের উত্তরবঙ্গে কিছু জায়গাতে সামান্য ঝড়-বৃষ্টি হতে পারে। পার্বত্য এলাকা ও সংলগ্ন জেলাতে ঝড় ও বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 


কলকাতার আবহাওয়া?
পয়লা বৈশাখে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশ থাকবে। গরম বাড়বে, সঙ্গে অস্বস্তিও। একদিকে শুকনো গরম আবহাওয়া; অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তির কারণেই এমনটা হবে। পয়লা বৈশাখে কলকাতায় তাপমাত্রা ২৭ ডিগ্রি থেকে ৩৭ ডিগ্রির মধ্যে থাকবে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮  ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৯ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩১ থেকে ৮৭ শতাংশ।


আরও পড়ুন: ঢালাও গ্যারান্টি মোদির! আয়ুষ্মান ভারত নিয়ে বড় প্রতিশ্রুতি