কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: টেট (TET) আন্দোলনের ৫১ ঘণ্টা পার, এবিপি আনন্দে মুখ খুললেন পর্ষদ সভাপতি (West Bengal Board Of Primary Education)। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল এদিন বলেন, “ইন্টারভিউ ছাড়া চাকরি দেওয়া সম্ভব নয়। পদ্ধতি মেনে আবেদন করতে হবে। যাঁরা বলছেন দুর্নীতির কথা বলছেন, দুর্নীতি কি প্রমাণিত হয়েছে? আমার আমলে স্বচ্ছভাবে নিয়োগ হচ্ছে। সবকিছু খতিয়ে দেখে ইন্টারভিউয়ে ডাকা হবে। ইন্টারভিউয়ে বসতেই হবে, ফের জানিয়ে দিলেন পর্ষদ সভাপতি।


এবিপি আনন্দে মুখ খুললেন পর্ষদ সভাপতি: পর্ষদ সভাপতির কথায়, “২ বার ইন্টারভিউ দিয়েছেন আন্দোলনকারীরা। অভিযোগ বিচারাধীন, অভিযোগ তো প্রমাণিত হয়নি। সবাই কি অবৈধভাবে চাকরি পেয়েছে, কোর্ট কি এটা বলছে? অবৈধভাবে নিয়োগ প্রমাণিত হলে, কোর্ট-সরকার নিশ্চয়ই ব্যবস্থা নেবে। প্রতিদিন আমরা কোর্টে যাচ্ছি, হলফনামা জমা দিচ্ছি। যদি ২০১৪-র টেট প্রার্থীরা মনে করেন বঞ্চিত হয়েছি, তাহলে কোর্টে যান। খালি ওএমআর শিট জমা পড়েছে, এমন কোনও অভিযোগ পাইনি। অভিযোগ হাওয়ায় ভাসিয়ে দিয়ে আন্দোলন চলছে। অভিযোগ করছে বেআইনি নিয়োগ হয়েছে, তাহলে কীভাবে বেআইনিভাবে আন্দোলনকারীদের নিয়োগ? ২ বার ইন্টারভিউয়ে গিয়েছিলেন, তখন কি এই প্রশ্ন তুলেছিলেন? বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানোর সিদ্ধান্ত নেবে সরকার, পর্ষদের হাতে নেই।''


আমরণ অনশন আন্দোলনে চাকরিপ্রার্থীরা: এদিকে ৫১ ঘণ্টা পার, করুণাময়ীতে আমরণ অনশন আন্দোলনে ২০১৪’র প্রাথমিকের TET উত্তীর্ণ নন ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা। গতকাল থেকে চলছে অনশন। সোমবারের পর মঙ্গলবার, পরপর দু’রাত তাঁরা খোলা আকাশের নীচে রাস্তায় কাটালেন। গতকালের মতো আজও অনশনরত চাকরিপ্রার্থীদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েন। সল্টলেকের করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে আমরণ অনশনে বসেছেন কয়েকশো চাকরিপ্রার্থী। তাঁরা জানিয়েছেন, নিয়োগ না পাওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।


আরও পড়ুন: Mamata Banerjee: আমরা অনেক চাকরির ব্যবস্থা করেছি, আবার করব : মমতা বন্দ্যোপাধ্যায়