কলকাতা: উচ্চ মাধ্যমিক (Higher Secondary Result 2024) পরীক্ষায় মোট ৬টি বিষয়ে পরীক্ষা হয়। সেখানে বেস্ট অফ ফাইভ- অর্থাৎ যে পাঁচটি বিষয়ে সবচেয়ে বেশি নম্বর মিলেছে- তা থেকে তৈরি হয় একজন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর নম্বর। সেই নিরিখেই রাজ্যে প্রথম হয়েছেন আলিপুরদুয়ারের ম্যাকমিলান হাই স্কুলের ছাত্র অভীক দাস (HS 2024 Topper)। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। মেধাতালিকায় প্রথম স্থানে রয়েছেন শুধু তিনিই। শতকরার হিসেবে অভীকের প্রাপ্ত নম্বর ৯৯.২ শতাংশ। বিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিক হিসেবে পড়াশোনা করেছেন অভীক। উচ্চ মাধ্যমিকের ফলাফলে কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন অভীক?

কোন বিষয়ে কত নম্বর?বাংলায় ১০০-এর মধ্যে অভীকের প্রাপ্ত নম্বর ৯৯ইংরেজিতে ১০০-এর মধ্যে অভীকের প্রাপ্ত নম্বর ৯৩অঙ্কে ১০০-এর মধ্যে অভীকের প্রাপ্ত নম্বর ১০০কেমিস্ট্রি- ১০০-এর মধ্যে অভীকের প্রাপ্ত নম্বর ৯৯ফিজিক্স- ১০০-এর মধ্যে অভীকের প্রাপ্ত নম্বর ৯৯বায়ো সায়েন্স- ১০০-এর মধ্যে অভীকের প্রাপ্ত নম্বর ৯৯

অভীক দাস জানিয়েছেন, ৬টি বিষয়েই তাঁর গৃহশিক্ষক ছিল। এই সাফল্যের পুরো কৃতিত্বই বাবা-মাকে দিয়েছেন অভীক। তাঁর সব সুখ-দুঃখে বাবা-মা পাশে ছিলেন বলে জানিয়েছেন তিনি। আলিপুরদুয়ারের অভীক মাধ্য়মিকেও মেধাতালিকায় স্থান পেয়েছিলেন। মাধ্যমিকে রাজ্য়ের মেধাতালিকায় চতুর্থ হয়েছিলেন তিনি। আর উচ্চমাধ্য়মিকে একেবারে প্রথম। কীভাবে প্রস্তুতি নিয়েছেন? অভীক বলেন, 'নতুন পরিকল্পনা নেই। আরও জোর দিয়ে, আরও মরিয়া হয়ে পড়াশোনা করেছি।'                 

উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯০ শতাংশ। ৬ লক্ষ ৭৯ হাজার ৭৮৪ জন পাশ করলেন। ৯০ শতাংশের বেশি নম্বর মাত্র ৮ হাজার ৩৩১ জনের। মোট পরীক্ষার্থীর ১.২৩ শতাংশ ৯০ শতাংশের বেশি। ৮০ শতাংশের বেশি নম্বর মাত্র ৮.৪৭ শতাংশের। দিল্লি বোর্ডের দেদার নম্বরের পাশে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের কলেজে ভর্তির ক্ষেত্রে সমস্যার আশঙ্কা। 'পাশ প্রচুর করুক তাই বলে ৯০ শতাংশ বিশাল সংখ্যক পরিক্ষার্থী পাবে এটা ঠিক নয়', ব্যাখ্যা সংসদ সভাপতির। আগামী বছর থেকে দুটো সেমেস্টারে উচ্চ মাধ্যমিক। 'সেখানে নম্বর বাড়বে, পার্সেন্টাইলও থাকবে'- আশ্বাস সংসদ সভাপতির।

রোল নম্বর দিয়ে উচ্চ মাধ্যমিকের ফল দেখতে ক্লিক করুন

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম আলিপুরদুয়ারের অভীক, প্রাপ্ত নম্বর ৪৯৬