কলকাতা: লোকসভা নির্বাচন চলাকালীনই প্রকাশিত হল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। রবীন্দ্র জয়ন্তীতে পরীক্ষার ফলাফল ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবছর উচ্চমাধ্যমিকে পাশের হার প্রায় ৯০ শতাংশ। আর প্রথম থেকে দশম স্থানে, মেধাতালিকায় জায়গা পেয়েছেন মোট জন ৫৮ পরীক্ষার্থী। (WBCHSE WB HS Results 2024)

  • উচ্চমাধ্যমিকে এবছর প্রথম হয়েছেন অভীক দাস, তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। আলিপুরদুয়ারের ম্য়াক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র তিনি।
  • উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার দ্বিতীয় হয়েছেন সৌম্যদীপ সাহা, তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৫। সৌম্যদীপ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় (আবাসিক)-এর ছাত্র। তৃতীয় হয়েছেন মালদার অভিষেক গুপ্ত, তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৪। অভিষেক রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়া। যুগ্ম ভাবে চতুর্থ হয়েছেন, প্রতীচী রায় এবং স্নেহা ঘোষ, তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৩। মেয়েদের মধ্যে যুগ্ম ভাবে প্রথম হয়েছেন প্রতীচী এবং স্নেহা।প্রতীচী কোচবিহারের সুনীতিবালা অ্যাকাডেমির ছাত্রী। স্নেহা হুগলির চন্দননগরের কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দিরের পড়ুয়া।
  • পঞ্চম হয়েছেন সাত জন পরীক্ষার্থী, সকলে পেয়েছেন ৪৯২। পঞ্চম হয়েছেন সায়ন্তন মাইতি, সুস্বাতী কুন্ডু, সুপ্তত্তিথা সরকার, শৌনক কর, সানন্দা রায়, অঙ্কিত পাল, অর্ণব কর্মকার। 
  • ষষ্ঠ স্থানে রয়েছেন আট জন, প্রাপ্ত নম্বর ৪৯১। তাঁরা হলেন, রুদ্র দত্ত, শুভদীপ সিনহা মহাপাত্র, নিলয় চট্টোপাধ্যায়, মনস্বী চন্দা, সৌম্যজিৎ নন্দী, অভ্রকিশোর ভট্টাচার্য, আফরিন মণ্ডল, অনিমেশ লায়েক। 
  • সপ্তম হয়েছেন পাঁচ জন, তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯০। তাঁরা হলেন, সৌমিক ধবল, ঋতব্রত দাস, বিদিশী সান্নিগ্রাহী, অঙ্কিতা সরকার, মহম্মদ সইদ।
  • অষ্টম স্থানে রয়েছেন ছয় জন, তাঁদের প্রাপ্ত নম্বর ৪৮৯। অষ্টম স্থানাধিকারীরা হলেন, অর্ঘদীপ দত্ত, অস্মিত কুমার মুখোপাধ্যায়, সোমশুভ্র কর্মকার, রুমা কোনার, কৌশিক ঘোষ, সিঞ্চন দত্ত। 
  • নবম স্থানে রয়েছেন ১১ জন, তাঁদের প্রাপ্ত নম্বর ৪৮৮। তাঁরা হলেন, অন্বেষা দত্ত, পৃথা দত্ত, পীতম্বর বর্মন, অহন চক্রবর্তী, কুশল ঘোষ, আদিত্য বন্দ্যোপাধ্যায়, অর্পণ গোস্বামী, অর্ক সাহা, বৃষ্টি পাল, বিতান আহমেদ, উজান চক্রবর্তী।
  • দশম হয়েছেন ১৬ জন, তাঁদের প্রাপ্ত নম্বর ৪৮৭। তাঁরা হলেন, সৃজনী ঘোষ, বৃষ্টি দত্ত, তন্নিষ্ঠা দাস, সোহা ঘোষ, অন্তরা শেঠ, ইন্দ্রাণী সেন, সুকৃতী মণ্ডল, দেবপ্রিয়া বর, শতপর্ণা মিল, সোহম কোনার, সোহম মুখোপাধ্যায়, অনীশ ঘড়াই, শুভজিৎ ঘোষ, তৌফিক মামুদ, সনসপ্তক আদক, অঙ্কিতা ঘোষ।

উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ মেধাতালিকা

অভীক দাস প্রথম ৪৯৬ ৯৯.২%
সৌম্যদীপ সাহা দ্বিতীয় ৪৯৫ ৯৯.০%
অভিষেক গুপ্ত তৃতীয় ৪৯৪ ৯৮.৮%
প্রতীচী রায়, স্নেহা ঘোষ চতুর্থ ৪৯৩ ৯৮.৬%
সায়ন্তন মাইতি, সুস্বাতী কুন্ডু, সুপ্তত্তিথা সরকার, শৌনক কর, সানন্দা রায়, অঙ্কিত পাল, অর্ণব কর্মকার পঞ্চম ৪৯২ ৯৮.৪%
রুদ্র দত্ত, শুভদীপ সিনহা মহাপাত্র, নিলয় চট্টোপাধ্যায়, মনস্বী চন্দা, সৌম্যজিৎ নন্দী, অভ্রকিশোর ভট্টাচার্য, আফরিন মণ্ডল, অনিমেশ লায়েক ষষ্ঠ ৪৯১ ৯৮.২%
সৌমিক ধবল, ঋতব্রত দাস, বিদিশী সান্নিগ্রাহী, অঙ্কিতা সরকার, মহম্মদ সইদ সপ্তম ৪৯০ ৯৮.০%
অর্ঘদীপ দত্ত, অস্মিত কুমার মুখোপাধ্যায়, সোমশুভ্র কর্মকার, রুমা কোনার, কৌশিক ঘোষ, সিঞ্চন দত্ত অষ্টম ৪৮৯ ৯৭.৮%
অন্বেষা দত্ত, পৃথা দত্ত, পীতম্বর বর্মন, অহন চক্রবর্তী, কুশল ঘোষ, আদিত্য বন্দ্যোপাধ্যায়, অর্পণ গোস্বামী, অর্ক সাহা, বৃষ্টি পাল, বিতান আহমেদ, উজান চক্রবর্তী নবম ৪৮৮ ৯৭.৬%
সৃজনী ঘোষ, বৃষ্টি দত্ত, তন্নিষ্ঠা দাস, সোহা ঘোষ, অন্তরা শেঠ, ইন্দ্রাণী সেন, সুকৃতী মণ্ডল, দেবপ্রিয়া বর, শতপর্ণা মিল, সোহম কোনার, সোহম মুখোপাধ্যায়, অনীশ ঘড়াই, শুভজিৎ ঘোষ, তৌফিক মামুদ, সনসপ্তক আদক, অঙ্কিতা ঘোষ দশম ৪৮৭ ৯৭.৪%

আরও পড়ুন: WBCHSE: আগামী বছর একাদশের বার্ষিক পরীক্ষার দায়িত্ব স্কুলগুলির উপর, জানাল সংসদ

এবার উচ্চমাধ্যমিকে পাশের হার প্রায় ৯০ শতাংশ। পাশের হারে পূর্ব মেদিনীপুর প্রথম, দ্বিতীয় দক্ষিণ ২৪ পরগনা। এবারে ১৬ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা হয়। এবার ৬০টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় বসেন ৭ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী। ১১ দিনের পরীক্ষায় কোথায় প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। প্রশ্নপত্র নিয়েও অভিযোগ জমা পড়েনি। এবার প্রশ্নপত্রেও কিউআর কোড ছিল। ফলে ট্র্যাকিংয়ে সুবিধা হয়েছে।  এবারে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯১ হাজার ৮৩৮। ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১২ শতাংশ বেশি। রাজ্যের কল্যাণমূলক প্রকল্পের জন্যই মেয়েদের সংখ্যা বেড়েছে বলে মত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের।

 

উচ্চমাধ্য়মিকের ফল প্রকাশিত হল। দুপুর ১টায় ফল ঘোষণা করল উচ্চমাধ্য়মিক শিক্ষা সংসদ। অনলাইনে ফল দেখা যাবে দুপুর ৩টে থেকে। অন্য বারের মতো এবারও, জীবনের এই বড় পরীক্ষায়, পরীক্ষার্থীদের পাশে রয়েছে এবিপি আনন্দ। উচ্চমাধ্যমিকের ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে, তার জন্য ক্লিক করতে হবে wb12.abplive.com-এ। দিতে হবে রোল নম্বর, তার পর ক্লিক করতে হবে সার্চ বাটনে। তাহলেই ফলাফল ফুটে উঠবে কম্পিউটার বা মোবাইল ফোনের স্ক্রিনে। ১০ মে পড়ুয়ারা স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবেন। 


Education Loan Information:

Calculate Education Loan EMI