কলকাতা: কাল থেকে শুরু হচ্ছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। তার আগে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পাশাপাশি পরীক্ষার্থীদের স্বার্থে হেল্পলাইন নম্বর চালু করেছে পুলিশ।
আগামীকাল ৩ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ১৮ মার্চ। এদিন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভর্মা জানিয়েছেন, 'কাল শুরু উচ্চমাধ্যমিক, রাস্তায় যথেষ্ট পরিমাণে পুলিশ থাকবে, পডুয়াদের কোনও অসুবিধা হবে না। কাল কিছু রাজনৈতিক দলের কর্মসূচি আছে। রাজনৈতিক কর্মসূচির কারণে পড়ুয়াদের যাতে কোনও অসুবিধা না হয়, তার দায়িত্ব পুলিশের। উচ্চমাধ্যমিক পড়ুয়ারা অসুবিধায় পড়লে হেল্পলাইন নম্বর ৯৪৩২৬ ১০০৩৯। যে সব রাজনৈতিক দল কাল কর্মসূচি রেখেছেন, তাঁরা যেন পড়ুয়াদের কথা মাথায় রাখে। কোনও অবস্ট্রাকশন হলে অ্যাকশন নেওয়া হবে।'' শুধু কলকাতাই নয়, রাজ্য পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে,কোনও অসুবিধায় পড়লে ১০০ নম্বরেও ডায়াল করতে পারবে উচ্চমাধ্যমিক পড়ুয়ারা।
পরীক্ষার্থীদের জন্য কী নির্দেশিকা সংসদের?
- যদি পরীক্ষা কক্ষে বা পরীক্ষায় ভেনু্যুতে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ বা অন্য কোনও বিশেষ ইলেকট্রনিক গ্যাজেট পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর সব বিষয়ের পরীক্ষা বাতিল করা হবে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ধরা পড়লে এবছরের জন্য পরীক্ষা বাতিল করে দেওয়া হবে।
- পরীক্ষা শুরু হওয়ার ১ ঘণ্টার মধ্যে এবং পরীক্ষা শেষ হওয়ার ৩০ মিনিট আগে যাতে কোনো পরীক্ষার্থী washroom/toilet-এ যেতে পারবে না। মাঝের সময়ে কেউ washroom/toilet-এ গেলে যাতে প্রশ্নপত্র, উত্তরপত্র যা অন্য কোনো কাগজ সঙ্গে নিয়ে বা পরীক্ষা কক্ষে নিয়ে আসতে পারবে না।
- পরীক্ষার্থীরা পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ ৩০ মিনিট আগে বা তারপর উত্তরপত্র জমা করে শুধুমাত্র প্রশ্নপত্র নিয়ে কক্ষ থেকে বেরোতে পারবে।
- পরীক্ষা সময় কোনও নিয়ম বহির্ভূত কাজ করলে, সংশ্লিষ্ট পরীক্ষার্থীর ওই উত্তরপত্র Reported Against (RA) করা হবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থী ওই উত্তরপত্র 'Malpractice and Misconduct. Enquiry Committee-এ সামনে উপস্থিত হয়ে জবাবদিহি করতে হবে। এক্ষেত্রে তাঁর পরীক্ষার ফলপ্রকাশ হতেও দেরি হতে পারে।
পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করতে কী বন্দোবস্ত?
- এবছরই প্রথম অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্রের নাম থাকছে।
- প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর।
- প্রত্যেক ভেন্যুতে অন্তত দুটি করে সিসি ক্যামেরা থাকবে।
- এবার প্রধান শিক্ষকের ঘরে প্রশ্নপত্র খোলা যাবে না। প্রশ্নের প্যাকেট খোলা হবে হলে পরীক্ষার্থীদের সামনে।
- প্রশ্নপত্রের উপরে থাকবে ইউনিক সিরিয়াল নম্বর।
- উত্তরপত্রে সেই সিরিয়াল নম্বর লিখতে হবে প্রত্যেক পরীক্ষার্থীকে।
সংসদ সূত্রে খবর, এবছরও উচ্চমাধ্যমিকে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। প্রায় ৪৭ হাজার ৫৭১ জন বেশি ছাত্রী পরীক্ষায় বসছেন। গত বছর যেখানে পরীক্ষার্থী ছিল প্রায় ৭ লক্ষ ৯০ হাজার। এবার সেই সংখ্যাটা ৫ লক্ষ ৯ হাজারের কাছাকাছি। রেজিস্ট্রেশন করিয়েও পরীক্ষায় বসছেন না ৫৫ হাজারের বেশি পড়ুয়া। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যুক্তি ২০২৩ সালে মাধ্যমিকে পাস করেছিল প্রায় ৫ লক্ষ ৬৫ হাজার পড়ুয়া। সেই কারণেই এবার উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।
আরও পড়ুন: Kalyan Banerjee: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বদনাম করছে CPM: কল্যাণ বন্দ্যোপাধ্যায়