কলকাতা: অসহ্য গরম, উচ্চমাধ্যমিক (Higher Secondary Exam 2022) পরীক্ষার্থীদের জন্য সংসদের সতর্কতা। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জেলা প্রশাসন, ডিআইদের চিঠি দিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education) জানিয়েছে, "পরীক্ষাকেন্দ্রে রাখতে হবে পর্যাপ্ত পানীয় জল, ওআরএসের ব্যবস্থা। পাশাপাশি পরীক্ষাকেন্দ্রে যাতে লোডশেডিং না হয়, তার জন্য প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে সংসদের তরফে। 


রাজ্যজুড়ে চড়ছে পারদ: উত্তর-পশ্চিমের গরম শুকনো হাওয়ায় চড়ছে পারদ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি। মাত্র ২টি জেলা বাদে তাপপ্রবাহের পরিস্থিতি সর্বত্রই। আজ এবং কাল এই পরিস্থিতি বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৭ ও ২৮ এপ্রিল তাপপ্রবাহ চলবে বাঁকুড়া-পুরুলিয়া-দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম বীরভূমে। উত্তরবঙ্গেও তাপপ্রবাহের পরিস্থিতি। ২৫ থেকে ২৭ এপ্রিল মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি।  কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪ থেকে ৫ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে এই পরিস্থিতি থেকে এখনই রেহাই মিলছে না। আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকালই দমদমে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ইতিমধ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। আর এই পরিস্থিতিতে পরীক্ষার্থীদের সুরক্ষার্থে পর্যাপ্ত পানীয় জল, ওআরএসের ব্যবস্থা রাখার নির্দেশ দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। 


সন্তানকে সুরক্ষিত রাখার পরামর্শ: এই পরিস্থিতিতে কীভাবে সন্তানকে সুরক্ষিত রাখতে পরামর্শ দিলেন শিশুরোগ বিশেষজ্ঞ জয়দেব রায়। তিনি বলেন, "এই সময় শিশুরা বাইরে বেরোলে প্রথম সমস্যা হয় ডিহাইড্রেশন। শরীর থেকে জল বেরিয়ে গিয়ে ডিহাইড্রেশন হয়। প্রথমেই বলব রোদ এড়িয়ে চলতে। তার জন্য সকালের দিকে করা উচিত। কোনও ক্লাস বা কাজ থাকলে সকালের দিকে বা বিকেলের দিকে রোদের তেজ কমলে করা উচিত।'' তাঁর কথায় "ডিহাইড্রেশন যাতে না হয়, সেজন্য প্রচুর পরিমাণে ফ্লুইড দিতে হবে শরীরে। ডাবের জল পান করতে পারে। মরসুমি ফল খাওয়া যেতে পারে। তাতেও প্রচুর পরিমাণে ফ্লুইড থাকে। হালকা পোশাক পরতে হবে।


আরও পড়ুন: Weather Update: দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি, সন্তানকে সুস্থ রাখতে কী করণীয়?