সুনীত হালদার, হাওড়া : করোনাকালে বন্ধ ছিল মেলা। জমায়েতের আনন্দে গা ভাসাতে পারেনি মানুষ। মেলার ফুচকা, নাগরদোলা, হইচই সবই ছিল কষ্টকল্পনা। এবার করোনা একটু থিতু হওয়াতে ফের উৎসবের প্রস্তুতি চলছিল হাওড়ায়। এলাকায় এই মেলা হাওড়া উথসব বলেই পরিচিত।  মেলার নাগরদোলার কাজ করছিলেন শ্রমিকরা। ঠিক সেই সময়ই ঘটে গেল ভয়ংকর দুর্ঘটনা। 
মেলায় নাগরদোলা লাগানোর কাজ চলছিল।  প্রায় পঞ্চাশ ফুট উপরে কাজ করছিলেন শ্রমিকরা। সূত্রের খবর, উপর থেকে পড়ে গুরুতর জখম হন দুই শ্রমিক। তাঁদের আঘাত গুরুতর বলেই জানা গিয়েছে স্থানীয় সূত্রে। আশঙ্কাজনক অবস্থায় নিয়ে তাঁদের যাওয়া হয়েছে হাসপাতালে। 
শেষ পাওয়া খবর অনুসারে, এই দুর্ঘটনায় মোট জখম হয়েছেন চারজন। মধ্য হাওড়ার রামরাজাতলা এলাকার শংকর মঠ সংলগ্ন মাঠে দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, কোনওরকম সেফটি বেল্ট ছাড়াই চলছিল কাজ।  এই দুর্ঘটনার পর প্রমাণ লোপাটের চেষ্টা করেছে ঠিকাদার গোষ্ঠী। অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনার পরে কাজ বন্ধ করে দিয়েছেন মেলার বাকি শ্রমিকরা । 
গোটা ঘটনাটি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসে জগাছা থানার পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। 


আরও খবর :


ঝলসানো রোদ, পুড়ছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ, জানুন জেলাভিত্তিক তাপমাত্রা


দুপুর ১ টার শিরোনাম 



  • জেলে থাকলে বাঁচবেন, হাসপাতালে মেরে ফেলা হতে পারে। অনুব্রতকে নিয়ে চাঞ্চল্যকর দাবি দিলীপের। অনেক বেশি জানেন উনি, সিবিআই প্রশ্ন করুক দিলীপকে, পাল্টা জয়প্রকাশ

  • গরু পাচারের পর ভোট পরবর্তী সন্ত্রাস মামলাতেও সিবিআই হাজিরা এড়ালেন অনুব্রত। শরীর আরও খারাপ, বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই, জানালেন আইনজীবী

  • অভিজ্ঞতা বাড়ে কাজ করতে করতে। বঙ্গ বিজেপিতে অভিজ্ঞতা-প্রশ্নে সংঘাত প্রকাশ্যে আসার পর দিলীপের মুখে অন্য সুর।

  • ' যোগ্য সম্মান নেই। একসঙ্গে রাজনীতি করা যায় না। ' কোচবিহারে জেলা সভাপতির বিরুদ্ধে মুখ খুললেন জেলা চেয়ারম্যান। বাইরে না বলে কোর কমিটিতে বলুন, পরামর্শ জেলা নেতৃত্বর।

  • প্রয়াগরাজে ৫ জনকে খুনকাণ্ডে পরিবারের সঙ্গে কথা তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের। দোলাদের সফর ঘিরে জোর তরজা।

  • ঝালদার নিহত কংগ্রেস কাউন্সিলরের ছেলের চাঞ্চল্যকর অভিযোগ। প্রাণনাশের হুমকি দিচ্ছে তপন খুনে অভিযুক্ত ভিম তিওয়ারি, অভিযোগ দেব কান্দুর। অস্বীকার অভিযুক্তর।

  •  বগটুইকাণ্ডে ফের মিহিলাল ও তাঁর ভাইপোকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। বড়শাল গ্রাম পঞ্চায়েতের ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ। বয়ান রেকর্ড

  • ব্যবসায়িক শত্রুতার জেরে অটোতে রাখা হয়েছিল আগ্নেয়াস্ত্র-বোমা। ঋণ আদায়কারী সংস্থার মালিককে ফাঁসাতে ষড়যন্ত্র আরেক সংস্থার মালিকের।

  • গরমে নাভিশ্বাস। আগামী ৪ থেকে ৫ দিন নেই বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি। ৪০-এর ওপারে থাকতে পারে পারদ।