সন্দীপ সরকার, কলকাতা: অনিকেত মাহাতোর পদত্যাগের ইস্যুতে মুখ খুলল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। অনিকেত মাহাতোর সঙ্গে কোনও সম্পর্ক নেই বলে জানিয়ে দিল WBJDF। পদত্যাগের সময়ে করা কোনও অভিযোগের জবাব পাইনি বলে পাল্টা দাবি করলেন অনিকেত মাহাতো। 

Continues below advertisement

নতুন বছরের শুরুতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট ছেড়েছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ অনিকেত মাহাতো। WBJDF-এর বোর্ড অফ ট্রাস্ট ও ট্রাস্ট সভাপতির পদ ছেড়ে দেন তিনি। পদত্যাগ পত্রে লেখেন, 'আইনি পরামর্শ উপেক্ষা করে অগণতান্ত্রিকভাবে কমিটি তৈরি করা হয়েছে। আমি আপত্তির কথা বারবার জানিয়েছি। আইনি পরামর্শের কথা বললেও আপনারা কর্ণপাত করেননি।' এবার অনিকেত মাহাতোর করা অভিযোগ নিয়ে মুখ খুললেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্যরা।  

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্য পুলস্থ আচার্য বলছেন, 'অনিকেত মাহাতোর পদক্ষেপের ফলে মানুষের মনে বিরুপ প্রভাব পড়েছে। আন্দোলন সম্পর্কে ভুল বার্তা গেছে। অনিকেতের কাছে তার অভিযোগ সম্পর্কে জানার জন্য একাধিকবার ইমেল পাঠানো হয়েছে, তিনি কোনও জবাব দেননি। অনিকেত মাহাতোকে বহিস্কার করা হল।' অন্যাদিকে, আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতো বলছেন, 'আমি পদ ছেড়ে দিয়েছি, তাই এখন এই কথা অপ্রসঙ্গিক, আমি যে অভিযোগ করেছিলাম, কোনওটার জবাব পাইনি।'

Continues below advertisement

বুধবার একটি ওয়েবসাইট লঞ্চ করল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। যেখানে মানুষ চিকিৎসা সক্রান্ত কোনও সমস্যায় পড়লে অভিযোগ জানাতে পারবেন। অন্যদিকে আর জি কর কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার CBI দফতর অভিযানের ডাক দিয়েছে ভয়েস অফ অভয়া সংগঠন। সেখানে উপস্থিত থাকবেন সংগঠনের সদস্য অনিকেত মাহাতো। নিহত তরুণী চিকিৎসকের মা- বাবাও বৃহস্পতিবার সিবিআই দফতর চলোর ডাক দিয়েছে। 

পদ ছাড়ার পরে, সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনিকেত মাহাতো বলেছিলেন, 'বেআইনি পদক্ষেপ সমর্থন করি না, সরকারের কাছে আমি মাথা নত করব না। শেষ পর্যন্ত লড়ে যাব।'' এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে অনিকেত বলেন, "খুব দুঃখের জায়গা থেকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে আমাকে। আপনারা জানেন, West Bengal Junior Doctors' Front-এর নতুন কমিটি তৈরির পরিকল্পনা হয়। ওই পরিকল্পনার সঙ্গে একমত ছিলাম আমি। কিন্তু ট্রাস্ট বডি যে রয়েছে, তার যে কাগজ রয়েছে, তাতে নতুন করে এগজিকিউটিভ কমিটি তৈরির প্রভিশন নেই। আমি বলেছিলাম আইনি পরামর্শ নেওয়া হোক এবং সেই অনুযায়ী ইনকর্পোরেট করা হোক। নইলে কমিটি তৈরি বেআইনি হবে। তবে সরকারের কাছে মাথানত করব না। শেষ পর্যন্ত লড়ে যাব।'