কলকাতা: প্রকাশিত হল এবছরের রাজ্য জয়েন্ট এন্ট্রাসের (WBJEE) ফল (Result)। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে পরীক্ষায় সফল হয়েছেন ৮০,১৩২ জন। চলতি বছর পাসের হার ৯৮.৫ শতাংশ।  গতবারের তুলনায় এবছরের পরীক্ষার্থীর ছিল ২০ শতাংশ বেশি। ১৫ অগাস্টের পর সিট ম্যাট্রিক্স মিলবে বলে জানাচ্ছেন বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা। অগাস্টের তৃতীয় সপ্তাহের শুরু হতে পারে কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন। সেপ্টেম্বরের শেষের দিকে কাউন্সেলিংয়ের তিনটি ধাপ সম্পন্ন হবে। জানালেন মলয়েন্দু সাহা।


জয়েন্টের ফলপ্রকাশ: পরীক্ষার মাত্র ৪৮ দিনের মধ্যে প্রকাশিত হল ফলাফল। এবার পরীক্ষা নেওয়া হয়েছিল ৩০ এপ্রিল। পরীক্ষা হয়েছিল অফলাইনে। পরীক্ষা দেন লক্ষাধিক পরীক্ষার্থী। জয়েন্ট এন্ট্রান্সে মোট পরীক্ষার্থী ছিলেন ৮১,৩৯৩ জন এঁদের মধ্যে রাজ্যের পড়ুয়া ছিলেন ৬২, ৯২৭ জন। পরীক্ষায় সফল হয়েছেন ৮০,১৩২ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে উচ্চ মাধ্যমিক সংসদের ৪১,৮৩৯ জন কৃতকার্য হয়েছেন। জেলার ফলের নিরিখে সবচেয়ে ভাল ফল করেছে উত্তর ২৪ পরগনা। এরপর দ্বিতীয় স্থানে কলকাতা, তৃতীয় স্থানে পঃ মেদিনীপুর। চতুর্থ স্থানে পূঃ মেদিনীপুর, পঞ্চম স্থানে হুগলি। ইঞ্জিনিয়ারিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফার্মেসি এবং আর্কিটেকচার। 


প্রথম দশের নাম প্রকাশ: অন্যদিকে, মাধ্যমিকের পর এবার জয়েন্ট্র এন্ট্রান্সে প্রথম দু’জনের নামই এক। ব্যারাকপুরের হিমাংশু শেখর জয়েন্ট এন্ট্রান্সে প্রথম। শিলিগুড়ির হিমাংশু শেখর জয়েন্ট এন্ট্রান্সে দ্বিতীয়। মেয়েদের মধ্যে প্রথম এবং রাজ্যে চতুর্থ সাউথ পয়েন্ট স্কুলের জাহ্নবী শ। মেধাতালিকার প্রথম ১০ জনের মধ্যে ৬ জন সিবিএসই বোর্ডের। প্রথম ১০ জনের মধ্যে ২ জন আইসিএসই বোর্ডের। প্রথম ১০ জনের মধ্যে ২ জন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। 


বিকেল ৪টে থেকে বোর্ডের ওয়েবসাইট মারফত ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড। www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে ফল। কীভাবে দেখা যাবে ফলাফল?               



  • wbjeeb.nic.in-এ যান।                         

  • WBJEE 2022 ট্যাবে ক্লিক করুন।

  • WBJEE-2022 ফলাফলের জন্য লিঙ্কটিতে ক্লিক করুন।

  • আপনার অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড বা অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করুন।

  • জমা দিন এবং WBJEE 2022 মার্কশিট দেখুন। সেখানে রেজাল্ট প্রিন্টআউট করারও অপশন পাবেন। 


 আরও পড়ুন: Higher Secondary Result 2022: সব বিষয়ে রিভিউের সুবিধা, নতুন পদক্ষেপ সংসদের