কলকাতা: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ আজ করা যাবে না। প্রাথমিক মৌখিক পর্যবেক্ষণে জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। আজ বেলা দুটোয় রায় দেবেন বিচারপতি।
পরীক্ষার তিন মাস পর রাজ্য জয়েন্টের ফল আজই প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু ফল প্রকাশের সময় জানানো হয়নি বোর্ডের তরফে। এদিন প্রাথমিক মৌখিক পর্যবেক্ষণে বিচারপতি কৌশিক চন্দ জানিয়ে দিলেন, জয়েন্ট এন্ট্রান্সের ফল আজ প্রকাশ করা যাবে না। বিচারপতি আরও জানিয়েছেন, ওবিসি-A এবং ওবিসি-B অনুযায়ী যে মেধাতালিকা তৈরি করা হয়েছে সেটা প্রকাশ করা যাবে না। জয়েন্ট এন্ট্রান্সের মেধাতালিকা প্রকাশ করার আগে ওবিসি কারা সেই সুযোগ পাবেন এবং তার সংখ্যা কত হবে সেই নিয়ে একটা জটিলতা ছিলই। এই জটিলতার আবহে রাজ্যের তরফে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে একটি নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মোতাবেক বোর্ড সব পরীক্ষার্থীকে ক্যাটেগরি আপডেট করতে বলেন। সেই প্রেক্ষাপটেই আজ রেজাল্ট বেরোনোর কথা ছিল। এদিনই কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ জানিয়ে দিলেন রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ আজ করা যাবে না। এটাও বলা হয়েছে যে ২২ মে ডিভিশন বেঞ্চের যে নির্দেশ, সেই অনুযায়ী ওবিসি তালিকার যে ৬৬টি সম্প্রদায় মেনে মেধাতালিকা প্রকাশ করা হবে। বাম আমলের যে বিধি, সেই তালিকা মেনেই জয়েন্টের ফল প্রকাশ করতে হবে।
চলতি বছর ২৭ এপ্রিল রাজ্য জয়েন্টের পরীক্ষা হয়। প্রায় সাড়ে তিন মাস হতে চলল, এখনও ফল প্রকাশ কবে হবে সেই উত্তর জানা নেই। উচ্চমাধ্যমিক ও সমতুল্য পরীক্ষার ফল ২ থেকে ৩ মাস আগে প্রকাশ হয়ে গিয়েছে। ফলে সব মিলিয়ে শঙ্কা রয়েছেন পরীক্ষার্থীরা। এর আগে জয়েন্ট বোর্ডের তরফে জানানো হয়েছিল, সংরক্ষণ সংক্রান্ত মামলা জন্যই আটকে ছিল ফলপ্রকাশ। সম্ভাব্য ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয় ৭ অগাস্ট। সেই কারণে পরীক্ষার্থীদের সোশ্যাল ক্যাটেগরিও আপডেট করতে বলা হয়। পরীক্ষার তিন মাস পরও ফলপ্রকাশ না হওয়ায় আদালতের দ্বারস্থ হন কয়েকজন অভিভাবক। সেই মামলায় পরীক্ষার ফল কবে বেরোবে তা জানতে চায় আদালত। এদিন ছিল সেই মামলার শুনানি। সেখানেই প্রাথমিক মৌখিক পর্যবেক্ষণে আদালত জানিয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ আজ করা যাবে না।