কলকাতা: আজ কি প্রকাশিত হচ্ছে না রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট? জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে ৭ অগাস্ট সম্ভাব্য তারিখ বলা হলেও, ফলপ্রকাশের ক্ষেত্রে শেষমুহূর্তে ঘোর অনিশ্চয়তা। আজই রেজাল্ট প্রকাশ হবে কিনা সেই বিষয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে স্পষ্ট উত্তর নেই। 

রাজ্য জয়েন্টের পরীক্ষা হয়েছিল ২৭ এপ্রিল। ৩ মাস পেরিয়ে গেছে। এখনও তার ফল বেরোয়নি। এই আবহে গত সপ্তাহে সাংবাদিক বৈঠক করে বোর্ডের তরফে সম্ভাব্য তারিখ জানানো হয়।  বলা হয় ৭ অগাস্ট প্রকাশিত হতে পারে রাজ্য জয়েন্টের ফল। বোর্ডের তরফে দাবি করা হয়, সংরক্ষণ সংক্রান্ত মামলা জন্যই আটকে ছিল ফলপ্রকাশ বলে বোর্ডের তরফে দাবি করা হয়েছে। ২৮ জুলাই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর জয়েন্টের ফলপ্রকাশের বিষয় এগোনো গিয়েছে। কিন্তু তারপরও অনিশ্চয়তা কাটছে না। আদৌ আজ ফলপ্রকাশ হবে কিনা তা স্পষ্ট করতে পারেনি বোর্ড। 

গত ৩১ জুলাই, ১ অগাস্ট এবং ২ অগাস্ট সোশ্যাল ক্যাটেগরি আপডেট করতে নির্দেশ দেওয়া হয় পরীক্ষার্থীদের। এমনকী পরীক্ষার্থীদের এই মর্মে এসএমএসও করা হয়। ক্যাটেগরি আপডেট করার পর সম্ভাব্য দিন হিসেবে ৭ অগাস্ট ফলপ্রকাশ হবে বলে জানায় বোর্ড। বোর্ডের তরফে ৩১ জুলাই সাংবাদিক বৈঠকে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, "৩১ জুলাই থেকে ২ অগাস্ট পর্যন্ত ক্যাটেগরি আপডেট করার সুবিধা বহাল থাকছে। আমরা সব পরীক্ষার্থীর কাছে এই জন্য এসএমএস-ও পাঠিয়েছি। পরীক্ষার্থীদের কাছ থেকে যে আপডেটেড তথ্য পাব, সেই অনুসারে আমাদের প্রস্তুতি সম্পন্ন করব। আশা করি আগামী ৭ অগাস্ট জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করতে পারব।"    

এদিকে পরীক্ষার তিন মাস পরও ফলপ্রকাশ না হওয়ায় আদালতের দ্বারস্থ হন কয়েকজন অভিভাবক। সেই মামলায় পরীক্ষার ফল কবে বেরোবে তা জানতে চায় আদালত। এ নিয়ে ৭ অগাস্টের মধ্যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ও রাজ্য সরকারের রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। ২০২২ সালের ৩০ এপ্রিল রাজ্য জয়েন্টের পরীক্ষা হয়েছিল। ফল প্রকাশিত হয়েছিল ১৭ জুন। ২০২৩ সালে পরীক্ষা হয় এপ্রিল মাসের ৩০ তারিখে ২৬ মে ফল প্রকাশিত হয়। ২০২৪ সালে রাজ্য জয়েন্টের পরীক্ষা হয় ২৮ এপ্রিল। ফল প্রকাশিত হয় জুন মাসের ৬ তারিখে। এই বছর এখনও রেজাল্ট বেরোয়নি। যার জেরে উদ্বিগ্ন পড়ুয়া থেকে অভিভাবক সকলেই।