কলকাতা : সামনেই পুজো। দুর্গাপুজোর আগে লোড শেডিংয়ের সমস্যা বাড়ার অভিযোগ আসে বিভিন্ন জেলা থেকে। এ সমস্যা দীর্ঘদিনের। এবার তাই পুজোর সময় বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা মেটানোর জন্য বিশেষ ব্যবস্থা নিল রাজ্য বিদ্যুৎ পর্ষৎ। পুজোর সময় চালু করা হল দিনভরের কন্ট্রোল রুম। 


বিদ্যুৎ ভবনে পুজোর সময় ২৪ ঘণ্টাই খোলা থাকবে এই কন্ট্রোল রুম। এই পরিষেবার উদ্বোধন করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন WBSEDCL-এর হোয়াটস অ্যাপ পরিষেবারও উদ্বোধন করা হয়। পুজো থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত খোলা থাকবে ২৪ ঘণ্টার পুজো কন্ট্রোল রুম।


পুজোয় বিদ্যুৎ পরিষেবা নিয়ে বৈঠকও হয় বৃহস্পতিবার। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, বিদ্যুৎ সচিব শান্তনু বসু সহ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার শীর্ষ কর্তারা। বিদ্যুৎ দফতরের সকল কর্মী সহ আধিকারিকদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে বলে জানান মন্ত্রী অরূপ বিশ্বাস।  


বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী।  অরূপ বিশ্বাস জানান,  দুর্গাপুজো  ও তারপর দীপাবলি, জগদ্ধাত্রী পুজোতে মানুষকে নীরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দিতে চায় রাজ্য বিদ্যুৎ পর্ষৎ। গোটা উৎসবের সময়টা জুড়েই তাই  বিদ্যুৎ দফতরের কর্মী ও অফিসারদের ছুটি থাকছে না। তাঁদের ছুটি বাতিল করা হয়েছে। ভাল পরিষেবা দিতে  দুর্গাপুজোর কন্ট্রোল রুম এবং হোয়াটসঅ্যাপ পরিষেবা থাকছে। 



  • পুজো কন্ট্রোল রুমের নাম্বার দু’টি হল ৮৯০০৭৯৩৫০৩, ৮৯০০৭৯৩৫০৪।  

  • হোয়াটস অ্যাপ নম্বর হল ৮৪৩৩৭১৯১২১         

    পুজো কমিটিগুলির উদ্দেশে বিদ্যুৎমন্ত্রী বলেন - 

  • বিদ্যুৎ দফতর থেকে চাহিদা অনুযায়ী সঠিক সংযোগ নিতে হবে।

  • বিদ্যুতের তারের ঠিক নিচে কোনও প্যান্ডেল যেন না থাকে। 

  • বিদ্যুতের জন্য আইএস বর্ণিত মানের কেবল ব্যবহার করতে হবে। 

  • ছেঁড়া ও খোলা তার যেন ব্যবহার না করা হয়। মণ্ডপের ভেতর মূল সংযোগ স্থাপনকারী তারগুলি পিভিসি পাইপের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে।

  • উন্নত মানের ফিউজ তার ও মেইন সুইচ ব্যবহার করতে হবে।

  • আর্থিংয়ের ব্যবস্থা ভাল রাখতে হবে।                          
                          


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে