অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: পুজোর মুখে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছিল কলকাতা।  নিম্নচাপের বৃষ্টিতে বানভাসি হয়েছিল শহর। কলকাতা ও জেলায় বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে ও জলে ডুবে মৃত্যু হয়েছিল একাধিকের। পুজোর পরও ফের দুর্যোগের পূর্বাভাস। দশমীর সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। রাত থেকে দুর্যোগ আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ আলিপুর আবহাওয়া দফতরের। এই অবস্থায়, আগেভাগেই সজাগ কলকাতা পুরসভা।

Continues below advertisement

কতটা তৈরি কলকাতা? 

মেয়র ফিরহাদ হাকিম বলেন, 'সিএসসি-র কমিশনারের সঙ্গে গতকালই এ নিয়ে বৈঠক হয়েছে। যদি মারাত্মক বৃষ্টি হয়, তাহলে বাইরে ওদের যে টেম্পোরারি লাইন আছে, পুজো কমিটিকে যে লাইন দেওয়া আছে যেন অতি দ্রুত বন্ধ করে দেওয়া হয়। স্ট্রিট লাইটগুলিকেও ইনস্পেকশন করা হয়েছে। যেখানে যেখানে খোলা তার আছে তা টেপ লাগিয়ে দেওয়া হয়েছে। ওয়াটার লগিং হলে স্ট্রিট লাইট বন্ধ করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী খোঁজখবর নিয়ে চলেছেন সকাল থেকেই। সব সময়ই মনিটরিং করছেন। সব পরিস্থিতির জন্য রেডি থাকতে বলেছেন। 

Continues below advertisement

আলিপুর আবহাওয়া দফতর বলছে, পুজোর আগে যে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। খুব বেশি হলে কোনও কোনও এলাকায় ১১ মিমি বৃষ্টি হতে পারে । একাদশীতেও একই পূর্বাভাস থাকছে। আগামী ২৪ ঘণ্টায় সমুদ্র তীরবর্তী এলাকায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হবে। কোথাও কোথাও অতিভারী বৃষ্টিরও সতর্কতা রয়েছে। একাদশীতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার, অর্থাৎ দ্বাদশীর দিন, দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টির পরিমাণ একটু কমতে পারে। 

হাওয়া অফিসের পূর্বাভাস, ঘণ্টায় ১৮ কিলোমিটার বেগে গভীর সমুদ্র থেকে উপকূলের দিকে এগোচ্ছে নিম্নচাপ। আজ সন্ধে নাগাদ ওড়িশা উপকূলে ঢুকতে পারে নিম্নচাপ। কাল পর্যন্ত উপকূল এলাকায় ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শনিবার সকাল পর্যন্ত গভীর সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা। কাল সকালের পর থেকে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে কমবে বৃষ্টির দাপট। নিম্নচাপ ক্রমে এগোবে উত্তরের দিকে, কাল থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। দক্ষিণে কমবে বৃষ্টি, বাড়বে উত্তরবঙ্গের ৫ জেলায় কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ ৫ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। প্রবল বৃষ্টির কারণে পাহাড়ে হতে পারে ভূমিধস, সতর্ক থাকার পরামর্শ আবহাওয়া দফতরের। আগামী রবিবার থেকে উত্তরবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে।