সঞ্চয়ন মিত্র, কলকাতা: উত্তুরে হাওয়ার হাত ধরে নামছে রাজ্যের পারদ। হেমন্তেই বাংলাজুড়ে শীতের (Winter) আমেজ রয়েছে। যদিও বেলা বাড়তেই গায়েব হচ্ছে হেমন্তের হাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস, চলতি সপ্তাহেই 
কলকাতায় (Kolkata) পারদ নামবে ২০ ডিগ্রিতে। বুধবারের মধ্যে আরও নামতে পারে তাপমাত্রা।                           

  


হাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমে যাবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গে শীতের আমেজ অনেকটাই বেড়েছে।                                                                                


আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, বর্তমানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের কোথাও কোন সম্ভাবনা নেই এবং আগামী চার পাঁচ দিন এইরকমই থাকবে। প্রধানত শুষ্ক আবহাওয়া রাতের তাপমাত্রা উত্তরবঙ্গের জন্য কোন বদল নেই। 


আরও পড়ুন, 'অদৃশ্য' হবে মঙ্গল? লালগ্রহের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করছে নাসা!


পূর্বাভাসে জানান হয়েছে, দক্ষিণবঙ্গের জন্য এক থেকে দুই ডিগ্রি কমার সম্ভাবনা থাকছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি কাছাকাছি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ থেকে ২১ ডিগ্রির কাছাকাছি এই বছর কালীপূজা এবং দেওয়ালিতে শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আপাতত।                                                           


কলকাতার ক্ষেত্রে ১ বা ২ ডিগ্রি তাপমাত্রা কম থাকবে। কোথাও ১৭ ডিগ্রির কাছাকাছি আবার কোথাও ১৮ ডিগ্রির কাছাকাছি থাকবে তাপমাত্রা। অন্য দিকে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসায় তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীর ও লাদাখে। বৃষ্টি এবং তুষারপাত হতে পারে  উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশেও।