গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা : বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হয়েছে অতি গভীর নিম্নচাপ। যার জেরে দ্রুতে ফিরে আসতে বলা হয়েছে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলিকে (Trawler)। এদিকে, ঘরে ফেরার পথে রাতে সাগরে ফের ডুবল ট্রলার। কোনওক্রমে রক্ষা পেলেন ১৭ জন মৎস্যজীবী। মাঝ পথে ফিরে আসায়, ইলিশের (Hilsha) মরশুমে বড় রকমের লোকসানের আশঙ্কা করছেন মৎস্যজীবীরা।
বঙ্গোপসাগরে দুর্যোগের ঘনঘটা। মাথার ওপর জমছে কালো মেঘ। ফুলে উঠছে সমুদ্রের জল। গভীর সমুদ্রে যাওয়া সব ট্রলারকে দ্রুত ফিরে আসতে বলেছে প্রশাসন। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে অতি গভীর নিম্নচাপ (Severe Depression)। যার জন্য বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। প্রশাসনের নির্দেশ পেয়েই কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, সাগরে হাজার হাজার ট্রলার ফিরতে শুরু করেছে। আর যার জেরে ইলিশ ধরার মরশুমে বড় রকমের লোকসানের আশঙ্কা করছেন মৎস্যজীবীরা।
এদিকে, ঘরে ফেরার এই তাড়ার মধ্যেই ঘটেছে দুর্ঘটনা। সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়ন সূত্রে খবর, পাঁচদিন আগে পাথরপ্রতিমার সীতারামপুর থেকে FB প্রসেনজিৎ ট্রলারে চেপে গভীর সমুদ্রে ইলিশ মাছ ধরতে যান ১৭ জন মৎস্যজীবী। আবহাওয়া দফতরের সতর্কবার্তা পেয়ে ফেরার সময় সোমবার রাতে, সাগরে ডুবে যায় ট্রলারটি। পাশেই আরেকটি ট্রলারের মৎস্যজীবীরা ডুবন্ত মৎস্যজীবীদের উদ্ধার করেন।
গত মাসের ২৭ তারিখ সকালে সাগরে ডুবে যায় একটি ট্রলার। ওই ট্রলারে ৮ জন মৎস্যজীবী ছিলেন। প্রায় ১০ ঘণ্টা ভেসে থাকার পর সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করে অন্য একটি ট্রলারের মৎস্যজীবীরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের ডুবল ট্রলার। অল্পের জন্য প্রাণে বাঁচলেন ১৭ জন মৎস্যজীবী।
প্রসঙ্গত, আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দুপুরের পর থেকে দু’-তিন দিন বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। তাই নিরাপদে থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে সকলকে। একই সঙ্গে এদিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, হাওড়া, কলকাতায়। দুপুরের পর দু’-তিন ঘণ্টা বৃষ্টি হতে পারে। বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে সকলকে। আবহাওয়া দফতরের তরফে কমলা সতর্কতা জারি করা হয়েছে এই তিন জেলায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন