সঞ্চয়ন মিত্র ও ঝিলম করঞ্জাই, কলকাতা : আবহাওয়ার (Weather Change) গতি-প্রকৃতিতে বড়সড় বদল। রাজ্যজুড়ে শিলাবৃষ্টি (Hail Strom), ঝোড়ো দমকা (Wind Gust) হাওয়া থেকে কালবৈশাখী, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। সোমবার পর্যন্ত রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে বলেই আশঙ্কা। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Metrological Office) সূত্রে খবর, আজ উত্তরবঙ্গে শিলাবৃষ্টি, কাল দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে রাজ্যের সব জেলাতে। সঙ্গে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হতে পারে কালবৈশাখী। আগামী কয়েকদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা মাথায় রেখে খোলা হয়েছে কন্ট্রোল রুমও। যেখানের দুটি নম্বর হল 8900793503 ও 8900793504।
কেমন থাকবে উত্তরবঙ্গ ?
উত্তরবঙ্গের (North Bengal Weather) উপরের পাঁচ জেলায় ঝড়-বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে। দার্জিলিং (Darjeeling Weather), কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ঝড়-বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া। মালদা এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হওয়া। রবিবার পর্যন্ত এমন আবহাওয়া চলার আশঙ্কা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন ?
দক্ষিণবঙ্গে (South Bengal Weather) জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতায় (Kolkata Weather) মেঘলা আকাশ। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস।
বাড়বে বৃষ্টি
আজ ও আগামীকাল বৃষ্টি বাড়বে (Increased Rain) দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইবে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি শুরু হবে আজ বৃহস্পতিবার থেকে। ১৮ এবং ১৯শে মার্চ শনি ও রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ঝড়ের গতিবেগ দুটোই বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা ঝড়ো হাওয়া সোম মঙ্গলবার পর্যন্ত চলতে পারে।
কেমন হঠাৎ এই বদল আবহাওয়ায় ?
ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত এবং তার জেরে জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর (Bay of Bengal) থেকে । বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ বাতাস এবং পশ্চিমের শীতল বাতাসের সংঘাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে একটানা ঝড় বৃষ্টি হবে না। বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় বজ্রগর্ভ মেঘ থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। একটি সক্রিয় অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণ ওড়িশা পর্যন্ত যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে।
আরও পড়ুন- কোথাও ঝড়, কোথাও শিলাবৃষ্টি, উত্তরবঙ্গ জুড়ে বিপত্তি, লোডশেডিং