কলকাতা: দিন দুয়েকের জন্য নিস্তার পেলেও ফের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলায়।
জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের শুরুতে একটানা বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ রয়েছে নিম্নমুখী। গত দু'দিনে রোদের দেখা পাওয়া গেলেও, আবারও দুর্যোগের কালো মেঘ ঘনাচ্ছে বাংলার আকাশে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার অর্থাৎ আজ থেকে একটানা ভারী বৃষ্টির দাপট শুরু হবে। সোমবার দক্ষিণের ছয় জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। আগামিকাল পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ কিমি ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হবে। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকায় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। সোম থেকে ভারী বর্ষণ হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। এই তিন জেলায় ভারী বৃষ্টি চলতে পারে বুধবার পর্যন্ত। উত্তর দিনাজপুরেও মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
হাওয়া অফিস আরও জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ বর্তমানে দুর্বল হয়েছে। নিম্নচাপ পশ্চিম দিকে সরে গিয়েছে। সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে গাঙ্গেয় বৃষ্টির দাপট বাড়বে। উত্তর ছত্তিসগড়ে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি পাঞ্জাব এবং উত্তর পূর্ব অসমে আরও দু’টি ঘূর্ণাবর্তের অবস্থান বর্তমানে। যার কারণে ফের দুর্যোগের ঘনঘটা বাংলায়।