SBI PO Recruitment: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এসবিআই (SBI) প্রবিশনারি অফিসার অর্থাৎ পিও (PO) পদে নিয়োগ করতে চলেছে। আবেদনের শেষ তারিখ আজই, অর্থাৎ ১৪ জুলাই, ২০২৫। যাঁরা এখনও আবেদন করেননি। এসবিআই- এর অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in - এখানে গিয়ে অ্যাপ্লিকেশন জমা দিয়ে দিন। হাতে আর বেশি সময় নেই। এই ওয়েবসাইটে ডিরেক্ট লিঙ্ক রয়েছে আবেদন করার।
অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার আগে আবেদনকারীরা অতি অবশ্যই ভালভাবে দেখে নিন যে সব তথ্য সঠিক ভাবে পূরণ করেছেন কিনা। অ্যাপ্লিকেশন ফর্মের সবকটি জায়গা সঠিক তথ্য দিয়ে পূরণ করা হয়েছে কিনা, তা দেখতে হবে। কারণ একবার অনলাইন অ্যাপ্লিকেশন/রেজিস্ট্রেশনের উইন্ডো বন্ধ হয়ে গেলে কিন্তু আর কোনও পরিবর্তন/সংশোধন/মডিফিকেশন করা যাবে না কোনও পরিস্থিতিতেই। এই সংক্রান্ত কোনও অনুরোধ তা ইমেল, ডাক, লিখিত অর্থাৎ সরাসরি হাতেও দেওয়া যাবে না। এইসব অনুরোধ একেবারেই গ্রাহ্য হবে না বরং তৎক্ষণাৎ তা খারিজ করা হবে।
কারা আবেদন করতে পারবেন, আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের সীমাবদ্ধতা
আবেদনকারীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে। যেকোনও বিষয়ে স্নাতক হলেই চলবে। তবে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পেতে হবে। অথবা এর সমতুল্য কোনও যোগ্যতা থাকতে হবে যার অনুমোদন দেবে কেন্দ্রীয় সরকার। যাঁরা স্নাতকের শেষ বছর/সেমিস্টারে রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। শর্ত একটাই, যদি ইন্টারভিউতে ডাক পান, তাহলে যেন স্নাতক উত্তীর্ণ হয়েছেন, এর প্রমাণ সঙ্গে থাকে, দেখাতে পারেন। আর ৩০/০৯/২০২৫- এর আগে বা ওই দিনে স্নাতক উত্তীর্ণ হয়ে যেতে হবে।
Education Loan Information:
Calculate Education Loan EMI