ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: কাল থেকে রবিবার পর্যন্ত কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এরপরই আজ রাস্তায় ডিউটি করা পুলিশ কর্মীদের জন্য বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুলিশ। পার্ক সার্কাস, শ্যামবাজার, বউবাজার-সহ শহরের গুরুত্বপূর্ণ ৬টি জায়গায় কর্তব্যরত পুলিশ কর্মীদের হাতে ORS, জলের বোতল, ছাতা, সানগ্লাস তুলে দিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
বাতাসে আগুনের হলকা। চৈত্র-শেষেই এবার কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা জারি হল। কাল থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলা এবং উত্তরবঙ্গের ৩ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি বেশি থাকতে পারে। কলকাতা ছাড়াও, আগামী ২৪ ঘণ্টায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় লু বইবার সম্ভাবনা রয়েছে। মালদা ও দুই দিনাজপুরেও তাপপ্রবাহের সর্তকতা জারি হয়েছে। শৈল শহর দার্জিলিং ও কালিম্পঙেও তাপমাত্রা বাড়বে। সব মিলিয়ে এবার হাঁসফাঁস গরমে কাটবে চৈত্র সংক্রান্তি ও পয়লা বৈশাখ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো, শেষ চৈত্র থেকেই তাপপ্রবাহের পরিস্থিতি চলছে রাজ্যে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর সূত্রে খবর, দাপুটে গরমের এ হল নজিরবিহীন স্পেল। গত পাঁচ বছরে একটানা এত বেশি গরম পড়েনি এপ্রিলের শুরুতে। চৈত্রের শেষলগ্নেই বিভিন্ন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই বা তিন ডিগ্রি বেশি! এখনও বৈশাখ, জৈষ্ঠ্য বাকি, তখন তাহলে কী হবে? মাথায় হাত সকলেরই।
বদলে গিয়েছে স্কুলের সময়:
স্কুলের সময়েও বদল করা হয়েছে। এগিয়ে আনা হল স্কুলের গরমের ছুটিও। ২৪ মে-র বদলে সরকারি স্কুলে ২ মে থেকেই গরমের ছুটি। প্রখর তাপ এড়াতে মর্নিং শিফটে ক্লাস করানোর নির্দেশিকা জারি করেছে বীরভূম ও বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ।
দাম বাড়ছে আনাজেরও:
গরমের দাপটে দাম বাড়ছে আনাজেরও। বৃষ্টি হচ্ছে না, প্রবল রোদ। ফলে সবজি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও বেশি। প্রবল গরমের প্রভাব পড়েছে আনাজের দামেও। যত গরম দীর্ঘায়িত হবে ততই দাম বাড়বে বলে মনে করছেন বিক্রেতারা।