Lamborghini Urus S: নয়া ফিচারে ভারতে আসছে ল্যাম্বরগিনি উরুস এস, ঝাঁ-চকচকের ডিজাইন,উন্নত প্রযুক্তি! দাম কত?

Lamborghini Price: শুধু দাম নয়, ঝাঁ চকচকে ডিজাইনের সঙ্গে থাকছে অত্যাধুনিক প্রযুক্তিও। সূত্রের খবর আজই ভারতের বাজারে আত্মপ্রকাশ ঘটাতে পারে এই গাড়িটি। 

Continues below advertisement

নয়া দিল্লি: এর আগেই ভারতের বাজার মাতিয়েছিল ল্যাম্বরগিনি উরুস। তবে এবার সেই বাজারকে ধরে রাখতে সংস্থা নিয়ে আসছে ল্যাম্বরগিনি উরুসের নতুন সংস্করণ Lamborghini Urus S। শুধু দাম নয়, ঝাঁ চকচকে ডিজাইনের সঙ্গে থাকছে অত্যাধুনিক প্রযুক্তিও। সূত্রের খবর আজই ভারতের বাজারে আত্মপ্রকাশ ঘটাতে পারে এই গাড়িটি। 

Continues below advertisement

গাড়ির দাম কত হতে পারে ?

Urus Performante এর প্রিমিয়াম মূল্য 4.22 কোটি টাকা। Urus S পারফরম্যান্টের নিচের বিভাগে আনা হবে। সেই ক্ষেত্রে  Urus S-এর দাম 40-50 লক্ষ টাকা কম হবে বলে আশা করা হচ্ছে।

ইঞ্জিনের বৈশিষ্ট্য

Lamborghini Urus S আগের টার্বোচার্জড 4.0-লিটার V8 ইঞ্জিন নিয়ে বাজারে আসছে। যা 17bhp বেশি, 657bhp ও  850Nm টর্ক উৎপন্ন করবে। এই V8 ইঞ্জিন উরুস ছাড়াও Audi, Bentley ও Porsche-এর গাড়িতে পাওয়া যায়। 

এই সব মডেলেই প্রায় একটি বিষয়ে মিল রয়েছে। V8 ইঞ্জিনের সঙ্গে এই কোম্পানির গাড়িগুলিতে একটি আট-স্পিড স্বয়ংক্রিয় গিয়ারবক্স যুক্ত থাকে। ল্যাম্বরগিনি দাবি, পারফরম্যান্স অনুসারে rus S মাত্র 3.5 সেকেন্ডে 0-100 কিমি/ঘণ্টা ও 12.5 সেকেন্ডে 200 কিমি/ঘণ্টা বেগে ছুটতে পারে। Urus S ঘণ্টায় সর্বোচ্চ 305 কিলোমিটার বৈশিষ্ট্য সম্পন্ন। 

পারফরম্যান্স

Lamborghini Urus S এর সঙ্গে ছয়টি ড্রাইভ মোড পাওয়া যাবে। যার মধ্যে তিনটি অন-রোড পারফরম্যান্সের জন্য ও তিনটি অফ-রোড পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে৷ অনরোডের ক্ষেত্রে পাবেন Strada, Sport, Corsa । অফরোডের বিভাগে রয়েছে Sabbia, Neve ও Terra মোড।

এই মোডগুলি স্টিয়ারিং, সাসপেনশন, রেয়ার ডিফারেনশিয়াল, গিয়ারবক্স, অ্যান্টি-রোল বার সিস্টেম ও ইঞ্জিন রেসপন্সের মধ্যে সামঞ্জস্য বজায় রাখে। অল-হুইল ড্রাইভ স্ট্যান্ডার্ড হিসাবে পাওয়া যায় গাড়ি। এছাড়াও, Urus S একটি অ্যাক্টিভ সেন্টার ও পিছনে ডিফারেনশিয়াল পায় যা একে পিছনের অক্ষে মেকানিক্যাল টর্ক দিতে সাহায্য করে।                                                                                                           

 

আরও পড়ুন, গোটা বিমানে তিনি একাই! মাত্র ১৩ হাজারেই বিরল অভিজ্ঞতা নিয়ে সফর সারলেন যাত্রী

Continues below advertisement
Sponsored Links by Taboola