দার্জিলিং: সারা রাজ্যে যখন বৃষ্টি। তখন উত্তরবঙ্গে (North Bengal) দেখা গেল তুষারপাত (Snowfall)। দার্জিলিংয়ে রাতভর বৃষ্টিপাত হয়েছে। দার্জিলিং শহর, লাগোয়া এলাকা এবং পাহাড়ের নানা কোণে ছিটেফোঁটা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তারসঙ্গেই সান্দাকফুতে বরফও পড়েছে। সারারাত তুষারপাতের পরে বরফে ঢেকেছে গোটা সান্দাকফু।
সকাল থেকেই দার্জিলিং, সান্দাকফু ও লাগোয়া এলাকায় কনকনে ঠান্ডা হাওয়া বইছে। ছিটেফোঁটা বৃষ্টিও হয়েছে।
উত্তরবঙ্গে কবে কেমন আবহাওয়া:
১৯ মার্চ রবিবারউত্তরবঙ্গ: সব জেলাতে ই ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা।
২০ মার্চ সোমবারউত্তরবঙ্গ: বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে শুধু কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়।
২১ মার্চ মঙ্গলবারউত্তরবঙ্গ: বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। ঝড়ো হাওয়ার সম্ভাবনা নেই। ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে উত্তরবঙ্গের চা বাগান এবং উত্তর ও দক্ষিণবঙ্গের আমবাগানের ক্ষতি হতে পারে। যারা এখনো আলু তোলেননি সেই আলু চাষীদের ক্ষতি হতে পারে। এছাড়াও সবজি চাষে ক্ষতি হওয়ার আশঙ্কা। রাজস্থান থেকে বিহার পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখার অবস্থান। ঝাড়খণ্ড থেকে কর্ণাটক পর্যন্ত আরো একটি অক্ষরেখার অবস্থান। অক্ষরেখার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে সাগর থেকে। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে ছত্রিশগড় ও ঝাড়খন্ড এলাকায়।বাড়বে বৃষ্টি। মঙ্গলবার পর্যন্ত রাজ্য জুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। কোথাও কোথাও শিলাবৃষ্টি। দমকা ঝোরো হাওয়া। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার বাইশে মার্চ থেকে আবহাওয়ার বদল হতে পারে।
চলতি বছরের ফেব্রুয়ারিতেও বরফ পড়েছিল সান্দাকফুতে। সান্দাকফু শৃঙ্গটি ৩৬৩৬ মিটার উচ্চ। এটি পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ। এখানে বরফ পড়েছিল কয়েকবছর আগে। এমন সময়ে তুষারপাতে উচ্ছ্বসিত পর্যটকেরা। বরফে মোড়া পাহাড় দেখতে বহু পর্যটক ছুটছেন সান্দাকফুতে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টির পূর্বাভাস। দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। এই বছরের শুরুতে দুধসাদা বরফে ঢেকে যায় কেদারনাথ মন্দির। চামোলি জেলায় ব্য়াপক তুষারপাত হয়। তুষার চাদরে মুড়ে যায় উত্তরাখণ্ডের গঙ্গোত্রী ধাম।
আরও পড়ুন: হাওড়া স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত আমতা লোকাল, অল্পের জন্য রক্ষা যাত্রীদের