অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : অবশেষে স্বস্তি। তাপের দাবানলে (heatwave) পুড়তে থাকা বঙ্গবাসী (west bengal) অবশেষে দেখা পেল বৃষ্টির। দক্ষিণবঙ্গের (south bengal) একাধিক জায়গায় বিকেল থেকে দফায় দফায় হল বৃষ্টি (rain)। কিন্তু বেশিরভাগ জায়গাতেই অল্প কিছুক্ষণের বৃষ্টি দেখা গিয়েছে। বিকেলের দিকে বাঁকুড়া (bankura), বীরভূমে (birbhum) বৃষ্টির নেমেছিল। সন্ধে নাগাদ হাওড়া (howrah), হুগলি (hooghly), উত্তর ২৪ পরগনা (north 24 parganas) ও কলকাতাতেও (kolkata) নামে বৃষ্টি। আগামী দু'দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এভাবেই দফায় দফায় অল্প বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই স্বস্তির খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (alipore weather office)। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী ২-৩ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া
তীব্র গরমের নাগপাশ কাটিয়ে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই দফায় দফায় বৃষ্টি হবে আগামী দু'দিন। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সোমবার থেকে বৃষ্টির রেশ বাড়তে পারে। পাশাপাশি আগামী সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেই জানা যাচ্ছে।
কোথায় কোথায় স্বস্তির বৃষ্টি
বিকেলের দিকে বাঁকুড়া-বীরভূমে বৃষ্টি হয়েছে। গতকালও অল্প কিছুক্ষণের জন্য বাঁকুড়ায় শিলাবৃষ্টি সহ বৃষ্টি হয়। আজ বীরভূমে অল্প বৃষ্টির পাশাপাশি ঝড়ও হয়েছে। এদিকে সন্ধে নাগাদ কলকাতার নিউটাউন, ধর্মতলায় বৃষ্টি হয়। পাশাপাশি বরানগর-হাওড়া-হুগলিতেও স্বস্তির বৃষ্টি হয়েছে।
আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস:
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থেকে পূবালি হাওয়ার দাপট বেড়েছে। পূবালি হাওয়ায় ভর করে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এই জলীয় বাষ্প ঝাড়খণ্ড, বিহার ও ছোটনাগপুর এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি করবে। সেই মেঘ এসে বাংলায় তৈরি করবে কালবৈশাখীর পরিস্থিতি। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টির সম্ভাবনা মালদা ও দুই দিনাজপুরেও।
আরও পড়ুন- হাঁসখালিকাণ্ডে ধৃত মূল অভিযুক্ত ব্রজ গয়ালির বাবা সমরেন্দ্র গয়ালিকে গ্রেফতার করল সিবিআই