OnePlus 10R 5G : বাজারে এসে গেল OnePlus-এর নতুন মডেল OnePlus 10R 5G। প্রিমিয়াম সেগমেন্টের এই ফোনে রয়েছে দারুণ ব্যাটারি ছাড়াও দুর্দান্ত ক্যামেরা। আপনি 4 মে থেকে Amazon-এ কিনতে পারবেন এই ফোন। জেনে নিন এই ফোনের সব ফিচার ও দাম।
OnePlus 10R 5G : কী আছে এই ফোনে ?
OnePlus সিরিজের দামি ফোন OnePlus 10R 5G লঞ্চ হয়েছে বাজারে।
এই ফোনে 8GB RAM, 128GB স্টোরেজ ও 80W চার্জিং ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন ক্রেতা। যার দাম রাখা হয়েছে 38,999 টাকা।
ফোনের 8GB RAM, 128GB স্টোরেজ সহ অন্য ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 42,999 টাকা।
এই ফোনের 80W ফাস্ট চার্জিং সহ ফোনের দাম 43,999 টাকা রেখেছে কোম্পানি।
5G নেটওয়ার্কে চলে এই ফোন। এই মোবাইলের ক্যামেরাও গুণমানের দিক থেকে এক নম্বরে।
এই ফোনে একটি 50MP প্রাইমারি ক্যামেরা রয়েছে৷ এছাড়াও 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও 2MP ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে ফোনে৷
এই মোবাইলে একটি 16MP সেলফি ক্যামেরা দিয়েছে কোম্পানি।
ডিভাইসে পাবেন একটি 5G-রেডি মিডিয়াটেক ডাইমেনসিটি 8100-MAX অক্টাকোর প্রসেসর।
ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে-সহ ফোনটির স্ক্রিনের আকার 6.7 ইঞ্চি ও এতে লেটেস্ট LTPO প্রযুক্তি যোগ করা হয়েছে।
ফোনে পাবেন 80W SUPERVOOC চার্জিং-সহ একটি 5000 mAh ব্যাটারি। যা 32 মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যায়।
ফোনের দ্বিতীয় ভ্যারিয়েন্টে রয়েছে 150W SUPERVOOC-এর পাশাপাশি 4500 mAh ব্যাটারি, যা মাত্র 3 মিনিটে 30% চার্জ হয়ে যায়।
OnePlus Phones : আরও কী আনছে ওয়ানপ্লাস ?
শীঘ্রই দেশের বাজারে সস্তার স্মার্টফোন আনার পরিকল্পনা করছে কোম্পানি। শোনা যাচ্ছে, নর্ড সিরিজের ব্র্যান্ডে এই নতুন সস্তার ফোন আনবে ওয়ান প্লাস। যেখানে ১২-২০ হাজারের মধ্যে ভাল ক্যামেরার পাশাপাশি লেটেস্ট প্রসেসর দেওয়ার চেষ্টা করবে কোম্পানি। এই নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে চিনা কোম্পানি। চলতি বছরেই এই ধরনের বেশ কয়েকটি ফোন লঞ্চ হতে পারে দেশের বাজারে। শোনা যাচ্ছে, ওয়ান প্লাসের প্রিমিয়াম ও আপার মিড রেঞ্জ ক্যাটাগরি থেকে এবার মাস ফোন প্রোডাকশনের দিকে নজর দিয়েছে ওয়ানপ্লাস।