সঞ্চয়ন মিত্র, কলকাতা : জোড়া বিপত্তি ফলা ! একদিকে যেমন ধাক্কা শীতের রেশে, অন্যদিকে আবার বৃষ্টি-শঙ্কা (Rain Update)। 'উষ্ণ' বড়দিনের পাশাপাশি বরুণদেবের কোপে পড়তে পারে বর্ষশেষের আনন্দ (Weather Update in Yearend)। আশঙ্কা এমনই। একদিকে পশ্চিমী ঝঞ্ঝা আর অন্যদিকে ঘূর্ণাবর্তের (Cyclone) কাঁটার জেরে এই মুহূর্তে রাজ্যে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। এই মুহূর্তে তার জেরে বাংলায় বাড়ছে তাপমাত্রা (temperature on rise)। উষ্ণ বড়দিনের পূর্বাভাস দিল আলিপুর আবহওয়া দফতর (Alipore Metrological Department)। এদিকে রবিবার রাজ্যের পশ্চিমাঞ্চলের ৫ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাড়ছে তাপমাত্রা, কমবে শীত
এবার কি উষ্ণ বড়দিন (Christmas Weather Update) ? আবহাওয়া দফতরের পূর্বাভাস অন্তত সেরকমই বলছে। প্রায় দশদিন আগে শীতের যে লম্বা স্পেল শুরু হয়েছিল তা আপাতত শেষের পথে। দু’দিনে ২ ডিগ্রি চড়েছে পারদ। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দু-একদিনে আরও বাড়তে পারে তাপমাত্রা।
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি
পশ্চিমি ঝঞ্ঝা, আর বছর শেষে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের (Cyclone) ভ্রুকুটি। পূবালি হাওয়ার দাপটে পিছু হটছে উত্তুরে হাওয়া। আর তারই প্রভাবে বাড়ছে তাপমাত্রা। একদিকে যেমন ক্রিসমাস উষ্ণ হওয়ার আশঙ্কা, তেমনই বড়দিন কতটা ঝলমলে থাকবে, তা নিয়েও থেকে যাচ্ছে সংশয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দু-এক পশলা বৃষ্টিও হতে পারে। যার জেরেই আশঙ্কা, তাহলে কি বর্ষশেষ ও বর্ষবরণের আনন্দ মাটি করবে বৃষ্টি।
বৃষ্টি-কুয়াশা শঙ্কা
আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমাঞ্চলের ৫ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমে নতুন করে তুষারপাত হওয়ায়, দার্জিলিঙের উচ্চ পার্বত্য অঞ্চলে ঠান্ডার কামড় রয়েছে। উত্তরবঙ্গে কুয়াশার দাপট বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y